এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : কাটোয়া মহকুমা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল দুই দুস্কৃতী ৷ মহকুমার মঙ্গলকোট থানার পুলিশ নুরুল শেখ (২৯)কে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে সোমবার রাতে । ধৃতের বাড়ি মঙ্গলকোটের ভাদুপাড়ায় । অন্যদিকে মুর্শিদাবাদ জেলার সালার থানার খায়রা এলাকার বাসিন্দা ফরিদ শেখ (২৮)কে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে কেতুগ্রাম থানার পুলিশ । আজ বুধবার দুজনকেই কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৪ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে,মঙ্গলকোটের অজয়নদের তীরবর্তী সাগিরা গ্রামের কাছে মাঠ দিয়ে একটি আগ্নেয়াস্ত্র পাচার করতে যাচ্ছিল নুরুল শেখ । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশকে দেখে ওই দুষ্কৃতী ছুটে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলে । তার কাছে থাকা ব্যাগের মধ্যে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয় ।
অন্যদিকে ফরিদ শেখ মুর্শিদাবাদ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি নিয়ে নদিয়া জেলায় এক ব্যক্তির কাছে ডেলিভারি দিতে যাচ্ছিল । কেতুগ্রাম ২ বিডিও অফিসের কাছে একটি বিশ্রামাগারে বসে ভাগিরথী পারাপারের জন্য নৌকার জন্য অপেক্ষা করছিল । সেই সময় কেতুগ্রাম থানার পুলিশ তাকে পাকড়াও করে ।।