এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ ফেব্রুয়ারী : পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ হাত ফসকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় পালিয়ে এসেছিল বিহারের বাসিন্দা ৩ বেআইনি অস্ত্র কারবারী । মতলব ছিল বিহারে পালানোর । কিন্তু গোপন সুত্র থেকে তিন দুষ্কৃতির পরিকল্পনা আগাম জেনে ফেলে পুলিশ । শেষে মঙ্গলবার কাটোয়া ও এগরা থানার পুলিশের যৌথ অভিযানে কাটোয়া শহর সংলগ্ন এলাকা থেকে উমর তবেজ ওরফে রকি খান এবং সিজার হোসেন নামে দুই দুষ্কৃতি ধরা পড়ে যায় ।ধৃতদের কাছ থেকে চারটি কার্তুজ সহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয় । তবে পুলিশ এখনও একজনের হদিশ করতে পারেনি । ওই দুষ্কৃতিরা প্রত্যেকেই বিহারের সাহারসা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সুত্রে খবর,সম্প্রতি বিহার থেকে ১০ জনের একটি দুষ্কৃতিদল পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায় গিয়েছিল । উদ্দেশ্য বেআইনি অস্ত্র বিক্রি করা । তাদের মধ্যে ৭ জনকে দিন দুয়েক আগে ধরে ফেলে এগরা থানার পুলিশ । কিন্তু রকি খান এবং সিজার হোসেনসহ ৩ জন তখন পুলিশের হাত ফস্কে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল । এদিন দুই থানার যৌথ অভিযানে দু’জন আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ে যায় ।।

