এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৪ মে : ফের পূর্ব বর্ধমান জেলা থেকে ২ দেশদ্রোহী ও পাকিস্তান প্রেমী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । গুসকরা থেকে গ্রেপ্তার হয়েছে সরিফুল শেখ (২৬) এবং কাটোয়া থেকে রবিউল খান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । তারা দু’জনেই পাকিস্তানের সমর্থনে এবং ভারত বিদ্বেষী পোস্ট করেছিল । ধৃতদের বিরুদ্ধে রাস্ট্রদ্রোহিতা, দেশের বিভিন্ন যুদ্ধের চক্রান্ত, সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টাসহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুজনকেই আজ বুধবার আদালতে তোলা হয় ।
জানা গেছে,সরিফুল শেখের বাড়ি গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়৷ সে আগে ঠিকাদারি করত । এখন বাবার সঙ্গে ইমারত সামগ্রীর ব্যবসা করে । মঙ্গলবার সে নিজের “রক সরাফ” নামে ফেসবুকে অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে। তাতে পাকিস্তানের একটি যুদ্ধ বিমানের ছবি রয়েছে । ক্যাপসানে লেখা,’এই কিংটা ভারতের চারটে রাফাল ব্লাষ্ট করেছে।’ পাশাপাশি পাকিস্তানের পতাকা সহ লিখেছে,”হাই মাই জান পাকিস্তান” । এদিকে তার এই পোস্ট স্থানীয় হিন্দুদের নজরে পড়তেই প্রতিবাদ জানাতে শুরু করে । তারা পুলিশের নজরেও আনে বিষয়টি । বেগতিক বুঝে সরিফুল শেখ তার পোস্ট মুছে দেয় । কিন্তু তার আগেই স্ক্রীন শর্ট নিয়ে রাখে ব্যবহারকারীরা । সেই স্ক্রীন শর্টসহ থানায় অভিযোগ দায়ের করা হলে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
অন্যদিকে রবিউল খান কাটোয়া থানার গাজিপুর গ্রামের বাসিন্দা । আগে সে কেরলে রাজমিস্ত্রির কাজ করত ৷ বর্তমানে হায়দরাবাদে একটি হোটেলে কাজ করে । দিন পাঁচেক আগে সে ফেসবুকে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের একটি ভিডিও শেয়ার করেছিল । যেখানে পাকিস্তানের একটা মিশাইলের ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান কখনও মুছবে না। মুছে যাবে হিন্দুস্তান, হিন্দুত্ববাদ – ইনসাল্লাহ।’ তার এই পোস্ট স্থানীয় এলাকার হিন্দুদের নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন । রবিউল খানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা । কাটোয়া থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করা হয় । এদিকে বেগতিক বুঝে আত্মগোপন করে পাকিস্তান প্রেমী রবিউল । শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে কাটোয়া স্টেশন থেকে তাকে পাকড়াও করে পুলিশ । আজ তাকে আদালতে তোলা হয় ।
প্রসঙ্গত,ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে দেশ বিরোধী মানসিকতার পাশাপাশি পাকিস্তানের প্রতি প্রেম লক্ষ্য করা যাচ্ছে । যা দেশের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক ।।

