এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৮ আগস্ট : উত্তর ২৪ পরগণা জেলার বারাসত-২ ব্লকের শাসন এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ‘আল কায়দা’র দুই জঙ্গিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লাহ এবং কাজি আহসান উল্লাহ ওরফে হাসান । প্রথম জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে । দ্বিতীয় জন হুগলির আরামবাগের বাসিন্দা । তবে তারা কলকাতার তপসিয়া থানা এলাকায় বাড়ি ভাড়া করে থাকছিল বলে জানতে পেরেছে পুলিশ । বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে প্রচুর জেহাদি বইপত্র উদ্ধার করেছে এসটিএফ । ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ-এর ধারায় মামলা রজু করে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে ।
ভারতে জেহাদের বিষ ছড়াতে ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’ গড়ে তুলেছে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা । কাজি আব্দুর রকিব সরকার ও আহসান উল্লাহ এই সংগঠনের সক্রিয় কর্মী হিসাবে এরাজ্যে কাজ করে যাচ্ছিল বলে জানতে পেরেছে স্পেশ্যাল টাস্ক ফোর্স । তাদের উপর মূলত নাশকতামূলক কার্যকলাপ চালানোর দায়িত্ব ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা । দু’জনকে জেরা করে আরও ১৭ জনের নাম সামনে এসেছে বলে সুত্রের খবর। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে ।।