এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,৩১ ডিসেম্বর : ইরান সরকার দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে বলে জানিয়েছে ইরানের মানবাধিকার সংস্থা । সংস্থাটি তাদের সূত্রের বরাত দিয়ে শনিবার এক বিবৃতিতে বলেছে, গত শনিবার কারাজের কেন্দ্রীয় কারাগারে এই দুই আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সূত্র অনুসারে, হত্যার প্রতিশোধের জন্য দণ্ডিত এই দুই আফগান নাগরিককে গত মাসের শেষের দিকে কারাগারে পাঠানো হয়েছিল । ইরানের মানবাধিকার সংস্থা এই ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানায়নি। ইরানি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মতামত প্রকাশ করেনি।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ তারিখে মাদক পাচারের অভিযোগে ইরান এক আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেয়। এই আফগান ব্যক্তির নাম ফারুক এবং সে হেরাতের ঘোরিয়ান জেলার বাসিন্দা।ইরানে মাদক পাচারের অভিযোগে প্রায় এক বছর আগে ফারুককে গ্রেপ্তার করা হয়। ইরান সরকার গত মাসে তিন আফগান নাগরিককে মৃত্যুদন্ড কার্যকর করার পর ফারুককে মৃত্যুদণ্ড দেওয়া হয় ।।