এইদিন ওয়েবডেস্ক,মোরবি(গুজরাট),১৮ মে :
গুজরাটের মোরবির (Morbi) হালওয়াদ(Halwad)
জিআইডিসিতে একটি সামুদ্রিক লবণ কারখানার দেয়াল ধ্বসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে । এখনও বহু শ্রমিক দেওয়াল চাপা পড়ে আছে । ৩০ জনের মতো শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে । বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল । জেসিবি মেশিন দিয়ে দেওয়ালের ভাঙা অংশ তুলে হতাহতদের সরানো হচ্ছে । হতাহতরা প্রত্যেকেই রাধনপুরের বাসিন্দা বলে জানা গেছে ।
জানা গেছে,হালওয়াদ জিআইডিসিতে সাগর সল্ট নামের একটি কারখানায় বুধবার দুপুরে এই দূর্ঘটনাটি ঘটে । দেওয়ালের একপ্রান্তে যখন শ্রমিকরা কাজ করছিলেন তখন অন্যপ্রান্তে নুনের বস্তা স্তুপ করে রাখা হচ্ছিল । শেষে চাপ সহ্য করতে না পেরে নুনের বস্তাসহ দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । প্রাথমিকভাবে কারখানার ক্রেন দিয়ে দেওয়ালের ভাঙা অংশ ও নুনের বস্তা সরিয়ে উদ্ধার কাজ শুরু করা হয় । পরে উদ্ধারকারী দল এসে উদ্ধার অভিযান শুরু করে । স্থানীয়রা জানিয়েছেন,দুপুরের খাবার সময় হওয়ায় প্রচুর শ্রমিক খাবার খেতে গিয়েছিল । তা না হলে আরও অনেক শ্রমিকের প্রাণ যেত বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন ।
মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । পিএমও থেকে টুইট করে,নিহত ব্যক্তিদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । পাশাপাশি আহতদের ৫০-৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে ।।