জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,১২ নভেম্বর : রাজ্যস্তরে কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে । চলতি মাসের ১৩ ও ১৪ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ির উডরেজ ইন্টারন্যাশনাল স্কুলে দু’দিন ব্যাপী রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতার আসর বসতে চলেছে ।
গঙ্গারামপুর থেকে যারা অংশগ্রহন করতে চলেছেন তাঁদের মধ্যে অন্যতম জয় কাটোয়া, হিমেশ রায়, আকাশ সরকার, নিতাই সোরেন, দেবস্মিতা পাল, জুই বালা রায়, সেন সরকার, দেব দাস, কনক রায়, শুভঙ্কর রায়, কেয়া রাজবংশী, সায়ক বন্দ্যোপাধ্যায় । দলে রয়েছে বেশ কয়েকজন কিশোর-কিশোরীও । তাঁরা সকলেই দক্ষিণ দিনাজপুর কিকবক্সিং অ্যাসোসিয়েশন থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে ।
অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তথা প্রশিক্ষক নানক বলেন,’শিলিগুড়িতে হতে চলা রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে মোট ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহন করবেন । আমার শিক্ষার্থীদের ভালো পারফরম্যান্সের বিষয়ে আমি আশাবাদী ।’প্রসঙ্গত,কিকবক্সিংয়ের পাশাপাশি মার্শাল আর্টের প্রশিক্ষক হিসাবেও জেলা জুড়ে সুখ্যাতি রয়েছে নানক রায়ের । এখন তাঁর শিক্ষার্থীরা রাজ্যস্তরের প্রতিযোগীতায় কতটা সাফল্য পায় সেই দিকেই তাকিয়ে আছে জেলার ক্রীড়ামোদী মানুষ ।।