এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,২২ সেপ্টেম্বর : ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের (IRCTC) ওয়েবসাইটের ভূল ধরিয়ে দিল চেন্নাইয়ের এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়া । ওয়েবসাইটে ইনসিকিউর ডাইরেক্ট অবজেক্ট রেফারেন্স (আইডিও) উপস্থিতি রয়েছে বলে পি রেঙ্গানাথাম (P Renganatham) নামে ওই পড়ুয়া আইআরসিটিসিকে সতর্ক করে । তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে দ্রুত ই-টিকিটিং প্ল্যাটফর্মে ‘বাগ’ সমস্যার সমাধান করা হয় । ফলে আইআরসিটিসি কোটি গ্রাহকের গোপনীয়তা ফাঁস হওয়া থেকে রক্ষা পেয়ে যায় ।
তামিলনাড়ুর তাম্বারমের (tambaram) একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করে পি রেঙ্গানাথাম । ওই পড়ুয়া জানান, গত ৩০ আগস্ট তিনি আইআরসিটিসির ওয়েবসাইটে টিকিট বুকিং করছিলেন । তখন তাঁর ওই সমস্যাটি নজরে পড়ে । তারপর তিনি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে (সিইআরটি-ইন) এই বিষয়ে সতর্ক করেন । পাশাপাশি তিনি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এমন সিইআরটি-ইনকে একটি ইমেইল অভিযোগ করেন । অভিযোগে জানান,সমস্যার সমাধান না করা হলে এর মাধ্যমে যে কেউ অন্যের টিকিট বাতিল করতে পারত । এছাড়া গোপনীয় তথ্যও লিক হয়ে যেতে পারত ।
গত ১১ সেপ্টেম্বর সিইআরটি-ইনের তরফ থেকে সমস্যা নিয়ে রিপোর্ট করার জন্য রেঙ্গানাথামকে ধন্যবাদ জানানো হয় । রেল দপ্তরের এক শীর্ষ আধিকারক বলেন, ‘ওই ছাত্রের অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখেছিল আইআরসিটিসির প্রযুক্তি দল । তারপর দ্রুত সমস্যার সমাধান করা হয় । সমস্যাটি আগস্টে রিপোর্ট করা হয়েছিল । গত ২ সেপ্টেম্বর সংশোধন করা হয়েছিল । আমাদের ই-টিকিট ব্যবস্থা এখন সম্পূর্ণ নিরাপদ ।’।