এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১৪ সেপ্টেম্বর : ইরান ও তুরস্ক থেকে আফগান অভিবাসীদের গ্রেফতার ও বিতাড়নের প্রক্রিয়া আবারও জোরদার হয়েছে । তুরস্কের চেনাক্কালা প্রদেশে ২৮ আফগান শরণার্থীকে গ্রেপ্তার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী । চেনাক্কালা প্রদেশের আইভাজিক এলাকায় তুর্কি গেন্ডারমেরির কমান্ড টিমের অভিযানে ওই আফগানিদের গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন মহিলা, ছয়জন পুরুষ এবং সাতটি শিশু রয়েছে এবং মানব পাচারের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এদিকে তুর্কি নিরাপত্তা বাহিনী অবৈধভাবে দেশে ঢোকার চেষ্টা করার সময় এদেশের এদিরনে প্রদেশে ১২২ জন আফগান আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করেছে । জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বলেছেন যে চলতি বছরের প্রথমার্ধে, ৩,১০,০০০ মানুষ যাদের ইরানে সরকারীভাবে বসবাসের অনুমতি ছিল না তাদেরকে সে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ।।