এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,২৮ এপ্রিল : তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা আইএসআইএসের সদস্যপদ ও সহযোগিতার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলি কায়া আজ রবিবার এই গ্রেফতারির খবর জানিয়েছেন। তিনি বলেছেন, “বুজদঘান-৩১” নামে যৌথ সামরিক অভিযানের ধারাবাহিকতায় এদেশের আদানা, ইদিন, চোরুম, গাজি আন্তেপ, কায়সরি এবং মেরসিন শহরে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে মুদ্রা, লিরা এবং ডিজিটাল নথি বাজেয়াপ্ত করেছে । ইয়ারলি কায়া আরও বলেছেন,’আমরা কোনো সন্ত্রাসীকে বরদাস্ত করব না। নিরাপত্তা বাহিনীর সর্বোত্তম প্রচেষ্টায় আমরা আমাদের জাতির শান্তি, ঐক্য ও সংহতির জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব ।’
সাম্প্রতিক মাসগুলোতে, আইএসআইএস-এর সাথে জড়িত ও সহযোগিতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কাজ ত্বরান্বিত করেছে তুরস্ক । চলতি বছরের ২১ শে এপ্রিল, আইএসআইএস-এর সাথে সহযোগিতার অভিযোগে ইস্তাম্বুল, এসকিসেহির, ইজমির এবং কায়সেরি শহরে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল ।।