এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,০১ মে : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট বা আইএসআইএসের নেতা আবু আল কুরাইশিকে হত্যার ঘোষণা করেছে তুরস্ক । রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় এমনই দাবি করেন । জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) দীর্ঘদিন ধরে আল কুরাইশিকে অনুসরণ করছিল। এই ব্যক্তিকে এমআইটি পরিচালিত এক অপারেশনে হত্যা করা হয়েছে। আঙ্কারা কোনো বৈষম্য ছাড়াই আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করেন তিনি । তবে পাকিস্তানের মতই সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হল তুরস্ক । ফলে এরদোয়ানের এই দাবির সত্যতা নিয়ে সংশয় আছে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল ।
প্রসঙ্গত,এযাবৎ তুরস্কে বহু নাশকতা চালিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস । সন্ত্রাসবাদী সংগঠনটি অন্তত ১০টি আত্মঘাতী, সাতটি বোমা ও চারটি সশস্ত্র হামলা চালায় । এসব হামলায় ৩০০ জনের বেশি লোক নিহত ও শতাধিক আহত হয়েছে।শেষে ২০১৩ সালে আইএসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করে তুরস্ক ।
ওই টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিশ্বে ইসলামি সন্ত্রাসবাদ ও কট্টরপন্থী মানসিকতা বৃদ্ধি নিয়ে কোনো মন্তব্য করেননি রিসেপ তাইয়েপ এরদোয়ান । পালটা তিনি পশ্চিমি দেশগুলোতে ‘ইসলামফোবিয়া’ বেড়েছে বলে দাবি করে বসেন । তিনি বলেন, ‘বর্ণবাদ, ইসলামফোবিয়া ও বৈষম্য পশ্চিমে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে ।পশ্চিমা দেশগুলো এখনও এসবের মোকাবেলায় কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি । মুসলিম ও মসজিদকে লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলার ঘটনাও বাড়ছে ।পশ্চিমে মসজিদে অগ্নিসংযোগ এবং পবিত্র কুরআন ছিঁড়ে ফেলার মতো বর্ণবাদী গোষ্ঠীগুলোর জঘন্য কার্যক্রম বেড়েছে।’ তুরস্ক নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি ।।