এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,৩১ মার্চ : তুরস্ক ও ইরানের সীমান্ত দিয়ে একদল আফগান উদ্বাস্তু তুর্কি ঢুকছিল । সেই সময় তুর্কি সীমান্তরক্ষীরা তাদের উপর নির্বিচারে গুলি চালায় । গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ আফগান উদ্বাস্তুর । গুরুতর আহত হয়েছে আরও ৭ জন আফগানি নাগরিক । ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে বলে জানা গেছে ।
উদ্বাস্তুদের দলে থাকা সফিউল্লাহ নামে এক আফগানি নাগরিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, হতাহতরা আফগানিস্তানের জওজজান এবং ফারিয়াব প্রদেশের বাসিন্দা । তারা যখন তুরস্ক ও ইরানের সীমান্ত দিয়ে তুর্কি যাচ্ছিলেন তখন সেদেশের সীমান্তরক্ষীরা তাদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয় । তার মধ্যে দু’জনের শরীরে একাধিক গুলি লাগে । ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । তবে তুর্কি সীমান্তরক্ষীরা কেন গুলি চালাল তা স্পষ্ট নয় । অন্যদিকে তালিবানের শরণার্থী বিষয়ক মন্ত্রকের কর্মকর্তারা আফগানিস্তানের তুর্কি রাষ্ট্রদূত জাহিদ এরকানকে একটি বৈঠকের পরে জানিয়েছেন যে সীমান্তের কাছে তুর্কির সরকার বিরোধী দলগুলি অভিবাসীদের হয়রানি ও দুর্ব্যবহার করছে । যদিও এই হত্যাকাণ্ডের বিষয়ে তুর্কি কর্তৃপক্ষের কোনো মন্তব্য সামনে আসেনি ।
প্রসঙ্গত,আফগানিস্তানে তালেবানের উত্থানের পর থেকে হাজার হাজার আফগান যুবক সাম্প্রতিক মাসগুলোতে অবৈধ পথে তুরস্কে গিয়ে ইউরোপে আশ্রয় নিতে শুরু করেছে । তারা সমুদ্রপথে যাতায়াতের সময় জাহাজ ডুবির ঘটনায় বেঘোরে প্রাণও হারাচ্ছে । সম্প্রতি ইতালির উপকূলে শরণার্থীদের জাহাজ ডুবির ঘটনায় ৪০ জন আফগানির সলিল সমাধি হয় ।।