এইদিন ওয়েবডেস্ক,ইস্তামবুল,১৫ ডিসেম্বর : রাজনৈতিক প্রতিপক্ষকে জেলে পাঠালেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান । তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের মেয়র আকরাম ইমামোগ্লুকে এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বলে মনে করা হয় । এরদোগানের অঙ্গুলিহেলনে বুধবার তুরস্কের একটি আদালত তাঁকে সরকারি কর্মকর্তাদের অপমান করার অভিযোগে তাঁকে ২ বছর ৭ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে । পাশাপাশি রাজনৈতিক কার্যকলাপ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাঁকে । এমনকি তাঁর কাছ থেকে ইস্তাম্বুলের মেয়রের পদও কেড়ে নেওয়া হতে পারে বলে খবর ।
২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র হিসেবে নির্বাচিত হন আকরাম ইমামোগ্লু । রিসেপ তাইয়েপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির দীর্ঘ ২৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে শহরের মেয়র পদে শপথ গ্রহণ করেন তিনি । তুরস্কের রাজনীতিতে আকরামকে একজন উদীয়মান তারকা হিসেবে মনে করা হয় । যদিও তুর্কি সরকার ওই নির্বাচনের প্রাথমিক ফলাফলকে অবৈধ ঘোষণা করে । এরপর মেয়র পদে অধিষ্ঠিত হয়ে যারা নির্বাচনের প্রাথমিক ফলাফলকে অবৈধ ঘোষণা করেছিলেন তাদের ‘বোকা’ বলে কটাক্ষ করেছিলেন আকরাম ইমামোগলু ।
তখন তাঁর বিরুদ্ধে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের সদস্যদের অপমান করার অভিযোগে আদালতে মামলা হয়েছিল । আর সেই অভিযোগে শেষ পর্যন্ত জেলে যেতে হল ইমামোগলুকে । গত নভেম্বরে এই মামলার শুনানির সময় প্রসিকিউটর তাঁকে ১৫ মাস থেকে চার বছরের কারাদণ্ডের দাবি জানান । শেষ পর্যন্ত বুধবার তাঁর ২ বছর ৭ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা হয় । তুর্কি প্রেসিডেন্টের এই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আদালতের এই রায়ের নিন্দা করেছে মার্কিন বিদেশ মন্ত্রক ।।