এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,০১ মে : আন্তর্জাতিক স্তরে ফের একবার ধাক্কা খেলো পাকিস্থান ৷ এবার পাকিস্থানের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত তুরস্কের তরফ থেকে এসেছে এই ধাক্কা । তারা পাক নাগরিকদের জন্য ভিসা নীতি কঠোর করে দিল । পাকিস্থানীরা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার কারনেই তুরস্ক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ।
বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিক কর্মসংস্থানের জন্য তুরস্কে যান এবং সেখানে বসবাস করেন । মূলত তুরস্কের রাজধানী আঙ্কারা এবং বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ আরও অনেক বড় শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকে পাকিস্তানিরা । কিন্তু তুরস্কে কর্মসুত্রে যাওয়া পাকিস্তানীদের আচার আচরণে বিব্রত রিসেপ তাইয়েপ এরদোগানের (Recep Tayyip Erdogan) পুলিশ প্রশাসন ৷
জানা গেছে,দিন কয়েক আগে ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারের কাছ থেকে চার নেপালি নাগরিককে অপহরণ করেছিল ৬ পাকিস্তানি । তারা নেপালিদের গোপন জায়গায় নিয়ে গিয়ে প্রচুর নির্যাতন করে । মুক্তির জন্য বড় ধরনের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । অপহৃত নেপালীদের উদ্ধার করতে গিয়ে কালঘাম ছোটে তুর্কি পুলিশের । শেষে পুলিশ ৬ পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তারসহ নেপালি নাগরিকদের মুক্ত করতে সক্ষম হয় ।
এদিকে এই ঘটনার পর নড়েচড়ে বসে তুর্কি প্রশাসন । দেশের সব অপরাধমূলক ঘটনায় পাকিস্তানিদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তুরস্ক সরকার কঠোর অবস্থান নিয়েছে । পাকিস্তানি নাগরিকদের জন্য এখন তুরস্কের ভিসা পাওয়া সহজ হবে না । কারন প্রধানত পাক নাগরিকদের জন্য ভিসা নীতি কঠোর করে দিয়েছে তুরস্ক । পাশাপাশি তুরস্ক সরকার পাকিস্তানি নাগরিকদের দেওয়া অস্থায়ী বসবাসের অনুমতি বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে । এরপর পারমিট ছাড়া পাকিস্তানি নাগরিকদের জন্য তুরস্কে যাতায়াত ও থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে । যার প্রভাব পড়বে পাকিস্থানীদের কর্মসংস্থানের উপর ।।