এইদিন ওয়েবডেস্ক,১২ ফেব্রুয়ারী : তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের তিন দিন আগেই (৩ ফেব্রুয়ারী ২০২৩) ভবিষ্যৎবাণী করেছিলেন সৌরজগতের জ্যামিতি জরিপ (SSGEOS)-এর ডাচ গবেষক ফ্রাঙ্ক হোগারবাইটস । ওইদিন তিনি টুইটারে লিখেছিলেন, ‘শীঘ্রই বা পরে এই অঞ্চলে (দক্ষিণ-মধ্য তুরস্ক, জর্ডান, সিরিয়া, লেবানন) একটি ৭.৫ মাত্রার ভূমিকম্প হবে ।’ আর তার সেই ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করে গত সোমবার (৬ ফেব্রুয়ারি, ২০২৩) ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় । এযাবৎ দু’দেশে মোট ২৪,০০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে । বর্তমানে উদ্ধার অভিযান চলছে । আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা এক লাখ স্পর্শ করতে পারে । এই ভবিষ্যৎবাণী করার আগে হোগারবাইটস পয়লা ফেব্রুয়ারী লিখেছিলেন,’ ২০১৪ সালের ২৩ জুন পৃথিবী মঙ্গল এবং ইউরেনাসের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল, যার ফলে বৃহৎ ভূমিকম্পের সাথে জড়িত চন্দ্রের জ্যামিতি গুরুত্বপূর্ণ ছিল । অনুরূপ জ্যামিতি আবার ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে ঘটবে । আগস্ট – নভেম্বর দেখুন !’
ফ্রাঙ্ক হোগারবিটসের এই টুইটের পর ব্যবহারকারীরা ইতি ও নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু ব্যবহারকারী তাকে ‘ভুয়া নবী’ বলেও অভিহিত করেছেন । এর উত্তরে এসএসজিইওএস টুইট করেছে, ‘অনেকেই আমাদের টুইটে মন্তব্য করছেন এবং প্রশ্ন করছেন। আমাদের পক্ষে সব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয় । আমরা আমাদের ভিডিওগুলিতে ফেব্রুয়ারীর ৪-৫ তারিখে গ্রহের জ্যামিতি সহ আমাদের কাছে থাকা সমস্ত তথ্য শেয়ার করি ৷ বুঝবার জন্য আপনাকে ধন্যবাদ ।’
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের পর সোমবার ফ্রাঙ্ক হোগারবাইটস-এর সংস্থা এসএসজিইওএস-এর তরফ থেকে একটি টুইট রিটুইট করে আরও একটি শক্তিশালী ভূমিকম্পের কথা বলা হয়েছিল । এই টুইটের কয়েক ঘণ্টা পর তুরস্কে আবারো ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছিল ৭.৬ । অর্থাৎ হোগারবিটসের আরেকটি ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয় ।
হোগারবাইটস এবার ভারত -পাকিস্থান-আফগানি নিয়ে ভূমিকম্পের পূর্বাভাস করেছেন । গত ৮ ফেব্রুয়ারী জোশ কুইন্টনের শেয়ার করা ভিডিওতে ফ্রাঙ্ককে বলতে শোনা যায় যে আগামী দিনে এশিয়ার বিভিন্ন অংশে ভূগর্ভস্থ আন্দোলনের সম্ভাবনা রয়েছে । তিনি টুইট করেছেন,’ডাচ গবেষক হোগারবাইটস যিনি তিন দিন আগে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন তিনি এবার বলছেন পাকিস্তান ও আফগানিস্তান হয়ে ভারত মহাসাগরের পশ্চিম দিকে আন্দোলন হতে পারে। এর মাঝখানে থাকবে ভারত। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে চীনে ভূমিকম্প হতে পারে ।’ যদিও হোগারবিটস এবারও ভূমিকম্পের তীব্রতা ও সময় সম্পর্কে কিছু জানাননি।
উল্লেখ্য,ডাচ গবেষক ফ্রাঙ্ক হোগারবাইটস সিসমিক অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করছেন । তাঁর সংস্থাটি তাদের ওয়েবসাইটে লিখেছে,’এসএসজিইওএস হল সৌরজগতের জ্যামিতিক সমীক্ষার জন্য একটি খুব ছোট সংস্থা। আমরা সিসমিক কার্যকলাপ সম্পর্কিত স্বর্গীয় বস্তুর মধ্যে জ্যামিতি পর্যবেক্ষণ করে গবেষণা করি । আমাদের ফোকাস ৬ এবং তার বেশি মাত্রার ভূমিকম্পের উপর। সৌরজগতে গ্রহ এবং চাঁদ নির্দিষ্ট অবস্থানে পৌঁছালে এই শ্রেণীর ভূমিকম্প বেশি হয় । এই সময় বড় ভূমিকম্প দেখা যায়। এর একটি ভাল উদাহরণ পাওয়া যায় ২০১৬ সালের ডিসেম্বরে । এই মাস জুড়ে আরও গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থানের কারণে আরও ভূমিকম্প হবে । আমরা ইতিমধ্যেই এই বিষয়ে ৩ টি সতর্কবার্তা জারি করেছি ।’
যদিও বিজ্ঞানীরা দাবি করেন, ভূমিকম্প নিয়ে পূর্বাভাস করা সম্ভব নয় । কিন্তু ডাচ গবেষক ফ্রাঙ্ক হোগারবাইটসের তুরস্ক-সিরিয়াকে নিয়ে ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাওয়ায় এনিয়ে ভাবাচ্ছে গবেষকদের ।।