এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১৮ ফেব্রুয়ারী : ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশ তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ সামগ্রীর পাশাপাশি উদ্ধারকারী দল পাঠিয়েছিল । কিন্তু তীব্র খাদ্য সঙ্কটে জেরবার পাকিস্থান তার ঘনিষ্ঠ বন্ধু তুরস্কের জন্য কোনো প্রকার ত্রাণ সামগ্রী পাঠাতে পারছিল না দেশের বেহাল অর্থনীতির কারনে । শেষ পর্যন্ত শেহবাজ শরিফ তাদের বন্ধু দেশ তুরস্কে কিছু ত্রাণ পাঠায় । কিন্তু পাকিস্তান মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ওই সমস্ত সামগ্রী পাকিস্থানে ফেরত পাঠিয়ে দিয়েছে ।
শোনা যাচ্ছে,তুর্কি কর্তৃপক্ষ পাকিস্থানের পাঠানো ত্রাণসামগ্রী খোলার পর দেখতে পায় যে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুতে বন্যা দুর্গতদের জন্য তাদের পাঠানো ত্রাণই নতুন করে প্যাকিং করে পাঠিয়েছে তাদের ঘনিষ্ঠ বন্ধু । এরপর তারা পাকিস্থানের ত্রাণ ফের প্যাকিং করে ফেরত পাঠিয়ে দিয়েছে তুর্কি সরকার । এমনকি তুর্কির কনস্যুলেট জেনারেল বিষয়টি পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের সামনে উত্থাপনও করেছেন বলে জানা গেছে ।
এর আগে বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে তুরস্কে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন শরিফ । কিন্তু তুরস্ক সেই সফর বাতিল করে দেয় । ফলে বিশ্বের দরবারে মুখ পোড়ে পাকিস্তানের । এবার তুর্কি ত্রাণ সামগ্রী ফেরত পাঠানোয় ফের একবার বেইজ্জত হতে হল তাদের ।।