এইদিন ওয়েবডেস্ক,এথেন্স,১৫ অক্টোবর : ৯২ জন অভিবাসীকে নগ্ন করে নৌকায় চাপিয়ে নদীতে ভাসিয়ে দিল তুর্কি । উদ্ধার করল গ্রীক পুলিশ । শনিবার গ্রীক পুলিশ জানিয়েছে, তুরস্কের উত্তর সীমান্তের কাছে ৯২ জন অবৈধ অভিবাসীর একটি দলকে তারা উদ্ধার করেছে । যারা সকলেই নগ্ন অবস্থায় ছিল এবং কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে ।
গ্রীস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার গ্রীস ও তুরস্কের মধ্যে সীমান্ত চিহ্নিত ইভ্রোস নদীর ( Evros river) কাছে ওই ৯২ জনকে উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া প্রত্যেকেই পুরুষ । গ্রীক পুলিশ এবং ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স যৌথ তদন্তে জানতে পেরেছে,অভিবাসীরা তুরস্ক থেকে রাবারের ডিঙ্গিতে নদী পার হয়ে গ্রীক অঞ্চলে প্রবেশ করেছিল । তবে কীভাবে এবং কেন তারা পোশাক হারিয়েছিল তা স্পষ্ট নয় । তবে গ্রীক পুলিশের অনুমান,ওই অভিবাসীরা যাতে আর তুরস্কে না ঢুকতে পারে সেই কারনে তুর্কি পুলিশই তাদের মারধরের পর নগ্ন করে নৌকায় তুলে দিয়েছিল ।
গ্রিক অভিবাসন মন্ত্রী নোটিস মিতারাচি এক টুইটে বলেছেন যে অভিবাসীদের সাথে তুরস্কের আচরণ “সভ্যতার জন্য লজ্জাজনক”। তিনি বলেন, ‘এথেন্স আশা করছে আঙ্কারা ঘটনার তদন্ত করবে ।’ যদিও এই বিষয়ে তুর্কি কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি ।।