এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১৫ মার্চ : তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্পে বহু ভবন ভেঙে কয়েক হাজার প্রাণহানীর ঘটনা ঘটেছে । গৃহহীন লক্ষাধিক পরিবার তারা এখন অস্থায়ী শিবিরে বসবাস করছে । এই পরিস্থিতিতে ভারী বর্ষণের কারনে বিপাকে পড়ে গেছে তারা । বিশেষ করে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ এই অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের জন্য সমস্যা তৈরি করেছে ।হাতায় প্রদেশের ইস্কান্দার অঞ্চলে বৃষ্টির জল তাঁবুতে প্রবেশ করেছে । বিরোধী রাজনীতিক দলের নেতা কাফতান জিওগলু বলেন, ভূমিকম্পের এক মাস পার হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো কাজ হয়নি । ফলে প্রবল বর্ষণের জেরে নাকাল হতে হচ্ছে গৃহহীন মানুষকে ।
প্রসঙ্গত,গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে শুধু তুরস্কেই ৪৮ হাজারের বেশি মানুষ নিহত হয় । সিরিয়ায় সাত হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে । তাদের এখন তাঁবু বা জরুরি আশ্রয়কেন্দ্রে জীবন কাটছে । অন্যদিকে তুরস্কে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার । আগামী ১৪ মে জনগণ নতুন পার্লামেন্ট ও প্রেসিডেন্টের জন্য ভোট দেবে । ভূমিকম্পের ত্রাণের অপ্রতুলতা জেরে দেশের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে প্রবল জনরোষ কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে ।।