এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,২৬ মার্চ : তুরস্ক ঘোষণা করেছে যে তারা ৫৯৮ জন আফগানসহ দেশে বসবাসকারী ২,৫২৭ জন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে । তুরস্কের ইমিগ্রেশন জেনারেল ডিরেক্টরেট শনিবার রাতে ঘোষণা করেছে যে,গত সপ্তাহে এই সমস্তব অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে । তার আগে চলতি মাসের ১৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত দেশ জুড়ে ব্যাপক ধরপাকড় চালায় তুর্কি পুলিশ । শেষ পর্যন্ত ২,৫২৭ জনকে গ্রেফতার করা হয় । বহিষ্কার করা অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে ৫৯৮ জন আফগান,৩৮ জন পাকিস্তানি এবং ১৩৮২ জন রোহিঙ্গাসহ অনান্য দেশের নাগরিক ।
তুরস্কের ইমিগ্রেশন দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের শুরু থেকে এযাবৎ বিতাড়িত অভিবাসীর মোট সংখ্যা ২৪ হাজার ২৮৭ জনে পৌঁছেছে । এর আগে গত বছর ১২,৪৪১ জন অনুপ্রবেশকারীকে দেশ থেকে বিতাড়িত করেছিল তুরস্ক । তুরস্কে বর্তমানে ৩.৯ মিলিয়ন আশ্রয়প্রার্থী রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় সংখ্যক আশ্রয়প্রার্থী বলে মনে করা হয় । এর মধ্যে ৩.৬ মিলিয়ন সিরিয়া থেকে এবং আরও ৩ লাখ ২০ হাজার আফগানিস্তান এবং অন্যান্য দেশ থেকে সিরিয়ায় গিয়েছে ।।