এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১২ এপ্রিল : রমজান মাসের মধ্যেই ১৩৮ জন আফগান শরণার্থীকে দেশ থেকে তাড়িয়ে দিল তুরস্ক । তালিবান ক্ষমতা দখলের পর ওই সমস্ত শরণার্থীরা প্রাণের ভয়ে তুরস্কে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল । কিন্তু রোজা চলাকালীনই তাদের তুরস্কের আগ্দির বিমানবন্দর থেকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছে আনাতোলিয়া নিউজ এজেন্সি ।
এদিকে তুর্কি সরকার ঘোষণা করেছে যে অবৈধ অভিবাসন মোকাবেলা করার জন্য তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং অবৈধভাবে দেশে প্রবেশকারী ব্যক্তিদের প্রত্যর্পণ অভিযান অব্যাহত রয়েছে । চলতি বছরে এযাবৎ মোট ৩৬৫ জন আফগান শরণার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ ।
অ্যাসোসিয়েশন ফর দ্য সাপোর্ট অফ রিফিউজি ইন তুরস্কের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর থেকে এযাবৎ পর্যন্ত অন্তত ১,৩৮৪ জন আফগান শরণার্থীকে আটক করেছে তুর্কির নিরাপত্তা বাহিনী । এর আগে ২০২২ সালে ৫৭,১৭৪ জন আফগান শরণার্থীকে বহিষ্কার করেছিল তুরস্ক ।।