দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ এপ্রিল : জোড়া টিউবওয়েল অকেজো হয়ে পড়ে থাকায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বিকিহাট প্রাথমিক বিদ্যালয়ের মিডডে মিল রান্না বন্ধ করে দেওয়া হল । বৃহস্পতিবার থেকে ওই স্কুলের পড়ুয়াদের রান্না করা খাবারের পরিবর্তে ফল ও শুকনা খাবার দিতে শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ ৷ কাটোয়া দাঁইহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লেক গার্ডেন্স এলাকার ঠিক গায়েই রয়েছে বিকিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি । স্কুলে মোট ৯৫ জন পডুয়া, এক শিক্ষিকা এবং দুজন শিক্ষক রয়েছেন। স্কুলে দুটি টিউবওয়েল রয়েছে । কিন্তু বিগত ৭ মাস ধরে টিউবওয়েল দুটি অকেজো হয়ে পড়ে থাকায় জলের অভাবে মিডডে মিল রান্না বন্ধ করে দিতে হয়েছে বলে অভিযোগ । কাটোয়া পশ্চিমচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ফেন্সী মুখোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে তিনি বিডিওর সাথে কথা বলবেন ।
প্রধানশিক্ষক বিকাশ সাহা বলেন,’টিউবওয়েল দুটি সারানোর জন্য বিডিও, মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসকের কাছে পর্যন্ত অনুরোধ করেছি । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । দাঁহহাট পুরসভার কাছেও আবেদন করা হয়েছিল। পুরসভা থেকে জলের সংযোগ দেওয়ার জন্য পরিদর্শনও করে যায় । কিন্তু ওই পর্যন্তই । আজ পর্যন্ত স্কুলে জলের সংযোগ আর দেওয়া হল না । সেই কারনে পড়ুয়াদের পুষ্টির বিষয়ে আমাদের বিকল্প উপায় ভাবতে হয়েছে।’

জানা গেছে, স্কুলে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরার জন্য অবিভাবকদের সাথে একটি বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ । ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় যতদিন পর্যন্ত না স্কুলে পানীয় জলের সুরাহা হচ্ছে ততদিন পড়ুয়াদের শুকনো খাবার দেওয়া হবে । তাতে সম্মতিও দেয় অবিভাবকরা । তবে শুধু বিকিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ই নয়,কাটোয়ার বহু প্রাথমিক স্কুলেই পানীয় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ উঠছে । জানা গেছে,কাটোয়া ১ ব্লকের পশ্চিমচক্রের ৭৫ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৷ তার মধ্যে বেশ কিছু স্কুলেই পানীয় জলের টিউবওয়েল বিকল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ ।।