এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৮ ফেব্রুয়ারী : আজ বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন ছিল । এদিকে পাকিস্তানের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতা মোহসেন দাওয়ার বলেছেন, তেহেরিক-এ- তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধারা এদেশের একটি ভোট কেন্দ্র দখল করেছে । এই ভোট কেন্দ্রটি উত্তর ওয়াজিরিস্তানের “টেপি” এলাকায় অবস্থিত।
তিনি পাকিস্তানের নির্বাচন কমিশনকে এই ভোট কেন্দ্রের পরিস্থিতির দিকে নজর দিতে বলেছেন।এ ছাড়া তিন মহিলা নির্বাচনী কর্মীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এদেশের পুলিশকে চিঠি দিয়েছেন মোহসেন দাওয়ারব।
উল্লেখ্য, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ সকাল ৮টার দিকে পাকিস্তানের সংসদীয় ও রাজ্য নির্বাচন হয় ।তবে, এই নির্বাচনের প্রথম ঘন্টায়, বেলুচিস্তানের কাহলাভি এলাকায় রাস্তার পাশে মাইন বিস্ফোরণে একজন প্রার্থীর ভাই সহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও, বেলুচিস্তানের ট্যাঙ্ক জেলায় একটি ভোট কেন্দ্রে বন্দুকধারীরা গুলি চালালে একজন পুলিশ বাহিনী নিহত হয়। পাকিস্তানের নির্বাচনের শুরুতেই বিঘ্নিত হয় টেলিফোন পরিষেবা ।।