এইদিন ওয়েবডেস্ক,সিতাই(কোচবিহার),১৯ অক্টোবর : ছোট পণ্যবাহী গাড়িতে ৯ টি গোরুকে অমানবিক কষ্ট দিয়ে ঠাসাঠাসি করে ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল একজন গরু পাচারকারী । কিন্তু বাংলাদেশ সীমান্তে ঢোকার আগেই ওই গাড়িটিকে ধরে ফেলে পুলিশ । বৃহস্পতিবার কোচবিহার জেলার সিতাই থানার আঠারোজানি সীমান্তের কাছ থেকে গাড়িটি আটক করে থানায় আনা হয় । কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় চালককে । সিতাই থানার আইসি প্রবীণ প্রধান জানিয়েছেন,প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই গোরুগুলি এলাকা থেকে চুরি করা হয়েছিল । ধৃতকে জেরা করে বিষয়টি জানার চেষ্টা চলছে বলে জানান তিনি ।
জানা গেছে,এদিন বিকেলে নগরগিরিধারি বাজার এলাকায় পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে রুটিন টহলদারি চালাচ্ছিন আইসি প্রবীণ প্রধান । সেই সময় বাংলাদেশের মুখে যাচ্ছিল গরুবোঝাই ওই গাড়িটি । কিন্তু পুলিশকে দেখেই গাড়িটি প্রচন্ড বেগে ছোটাতে শুরু করে গরুপাচারকারী । পুলিশ তার পিছু ধাওয়া করে । শেষে আঠারোজানি সীমান্তের ঠিক কাছেই গাড়িটি ধরে ফেলে পুলিশ । পুলিশ গোরু এবং গাড়ির কাগজপত্র দেখতে চায় চালকের কাছে । কিন্তু সে কোনো কাগজপত্রই দেখাতে পারেনি । এরপর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ । গরু ও চালকসহ গাড়িটি থানায় নিয়ে আসা হয় । পরে ৯ টি গরুকে সরকারি খোয়ারে পাঠানো হয় । ধৃত গাড়ি চালককে শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে ।।