এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১০ আগস্ট : বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে যাচ্ছিল চালক । সেই সময় চালক বাজারে এসে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ পথচারীকে পিষে দেয় । সজোরে ধাক্কা দেয় বেশ কয়েকটি দোকানও । যার জেরে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পাঁশকুড়ার সিদ্ধা বাজারে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ট্রাক চালানোর কারনেই হতাহতের ঘটনা ঘটে ।
জানা গেছে,শনিবার রাতে খড়্গপুর থেকে কোলাঘাটের দিকে আসছিল মালবোঝাই ঘাতক ট্রাকটি। পাঁশকুড়ার সিদ্ধা বাজারে আসতেই চালক ট্রাকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আচমকা ফুটপাথে উঠে পড়ে ৷ প্রবল গতিতে এসে ট্রাকটি লোহার ব্যারিকেড ভেঙে রাস্তার পাশে থাকা একাধিক দোকান গুঁড়িয়ে দেয় । সেই সময় ৩ জন পথচারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়৷ গুরুতর আহত হয় আরও বেশ কয়েকজন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় । পরে পাঁশকুড়া থানার পুলিশ এসে ট্রাকটিকে আটক করে ।।