এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৫ নভেম্বর : প্রথম তামিল অভিনেতা হিসাবে ইউএই’র ‘গোল্ডেন ভিসা’ পেলেন অভিনেত্রী ত্রিশা কৃষ্ণান । অভিনেত্রী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে গোল্ডেন ভিসা গ্রহনের মুহুর্ত্বের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন । ছবিতে দেখা যাচ্ছে ত্রিশার হাতে ভিসা তুলে দিচ্ছেন সাউদ আব্দুল আজিজ । অভিনেত্রীর অপর পাশে রয়েছেন ইউসুফ আলী । ‘গোল্ডেন ভিসা’ পাওয়ার পর উচ্ছ্বসিত ত্রিশা কৃষ্ণান ট্যুইটারে লিখেছেন, ‘প্রথম তামিল অভিনেতা হিসাবে ‘গোল্ডেন ভিসা’র সুবিধা পাওয়ায় আমি খুবই আনন্দিত । ধন্যবাদ ।’
প্রসঙ্গত,২০১৯ সাল থেকে ‘গোল্ডেন ভিসা’ চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (UAE) । জ্ঞানবিজ্ঞান, ক্রীড়া, উদ্যোক্তা, বিনিয়োগকারীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন । ‘গোল্ডেন ভিসা’ ৫ থেকে ১০ বছরের জন্য জারি করা হয় । তবে এর বিশেষ সুবিধা হল স্বয়ংক্রিয়ভাবে এই ভিসা পুনর্নবীকরণ হয়ে যায় ।
ইতিমধ্যে বলিউডের একাধিক ব্যক্তিত্বকে ‘গোল্ডেন ভিসা’ দিয়ে সম্মানিত করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার । এই তালিকায় রয়েছে ফারাহ খান, শাহরুখ খান, বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, নেহা কক্কর, আমাল মালিক, মোহনলালসহ একাধিক নাম ।।
ছবি : ত্রিশা কৃষ্ণানের ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত ।