এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ আগস্ট : রাজ্যের বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । আজ বৃহস্পতিবার জনৈক এক ব্যক্তির একটি ফেসবুক পোস্টের স্ক্রীন শট নিজের পেজে পোস্ট করেছেন সুকান্ত । ওই ব্যক্তি বিদ্যুৎ বিলের ছবিসহ পোস্টে লিখেছেন, ‘এই মাসে বিলের ফিক্সড চার্জ দ্বিগুন হয়েছে,যেটা ১৫৮ টাকা ছিল সেটা ৩২৩ টাকা আর যেটা ২১১ টাকা ছিল সেটা ৪২৪ টাকা হয়েছে । আর কেউ যদি বাড়িতে না থাকে,অর্থাৎ আগে তিন মাসে ১০ ইউনিট বিল হলে ১০০ টাকার মত নিত কিন্তু এখন তিন মাসে কমপক্ষে ৭০০ টাকা দিতেই হবে সে যত বিল উঠুক না কেন ।’
ওই ব্যক্তির ফেসবুক পোস্টের স্ক্রীন শট শেয়ার করে সুকান্ত মজুমদার লিখেছেন,’সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাংলার মানুষের জন্য তিনোমুল সরকারের উপহার : ন্যূনতম বিদ্যুৎ বিল ২১১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪২৩ টাকা !! বাংলার মানুষের উপর তৃণমূলের এই তোলাবাজ সরকারের এই ক্রমান্বয়ে বেড়ে চলা অভ্যাস অনুযায়ী অত্যাচারের ভারে বাংলার মানুষ আজ অতিষ্ট… তিনোমুল সরকারের বিরূদ্ধে গর্জে ওঠার সময় এসে গেছে… আসুন, আমরা সকলে এই তোলাবাজির বিরূদ্ধে একসাথে প্রতিরোধ গড়ে তুলি…।’