এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২০ অক্টোবর : আরজি করের ধর্ষণ-খুন কান্ডে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা । অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে লিখেছেন যে স্বাস্থ্যসচিবকে সরানো হবে না । মুখ্যমন্ত্রীর এই অনড় মানসিকতার জন্য অনশন প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা । এদিকে এই টানাপোড়েনের মাঝে
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ‘মাওবাদী’ আখ্যা দিয়ে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য । আজ রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেড়াই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় দেবাংশু বলেন,’ডাক্তারদের আবদার তাদের দাবি না মানা হলে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করবে ৷ তাহলে জুনিয়র ডাক্তারদের সাথে মাওবাদীদের কি তফাত রইল ?’
উল্লেখ্য যে মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করেন তৃণমূলের এই যুব নেতা ৷ সম্প্রতি তিনি বামফ্রন্টের জমানায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু প্রসঙ্গে তৎকালীন এসএফআই নেতা ডঃ সুবর্ণ গোস্বামীকে জড়িয়ে মন্তব্য করেছিলেন । এরপর ডঃ গোস্বামী আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । আজ দেবাংশু তাকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘দেরি না করে মামলা করুন,আমিও সেটা চাই । তবে সেই সময় আরজি করে পর্ণ চক্র সহ নানা দুর্নীতি চক্রে তারা যে মাথায় ছিলেন সেটাও প্রকাশ্যে আনুন৷’
আজ মূলত আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালনের উদ্যোগে বিজয়া সম্মিলনী আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,সহ সভাধিপতি গার্গি নাহা, রাজ্য তৃণমূল আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু প্রমুখ । তৃণমূল কংগ্রেসের তরফে ৫০০ জন পুরোহিত, ২০০ জন মওলানা এবং ২০০ জন আদিবাসী সম্প্রদায়ের মোড়লদের সম্বর্ধিত করা হয়। পাশাপাশি আউশগ্রাম ২ ব্লকের রামনগর ও কোটা পঞ্চায়েত মিলে ১০ জন পঞ্চায়েত সদস্য সদস্যা বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বলে দাবি করেছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব ।।