এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুন : দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা এলাকার ৮ ওয়ার্ডের মধ্যে ৫ ওয়ার্ডে বিজেপির কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস । ওই বিধানসভার বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এনিয়ে মমতা ব্যানার্জিকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রসঙ্গত,নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারীকে নিশানা করে মমতা ব্যানার্জি মন্তব্য করেছিলেন যে ‘যে নিজের বুথে জিততে পারে না তার মুখে আবার বড়বড় কথা’ ! ২০২২ সালের পৌর নির্বাচনের বুথ ভিত্তিক ফলাফলের নথি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’দলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটি চাটা পুলিশের পাহারায় ২০২২ সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না !কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হওয়া লোকসভা নির্বাচনে আমি নিজে যে নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ভোট দিয়েছি ও আমার পরিবারের সদস্যরা কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দিয়েছেন তার ফলাফল তুলে ধরলাম:-
তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথ:- ২০২১ বিধানসভা নির্বাচনে এই বুথে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৯৫ টি ভোটে এগিয়ে ছিলাম।
২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি – ৩৮০,তৃণমূল – ১৯৮,ব্যবধান – ১৮২ ।
কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের প্রভাত কুমার কলেজের বুথ:-
২০২৪ লোকসভা নির্বাচনে: বিজেপি – ৫০৫,তৃণমূল – ৪৩২,ব্যবধান – ৭৩ ।’
এরপর তিনি লিখেছেন,’এবার মাননীয়া নিজে পর্যালোচনা করে দেখুন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা (উনি নিজেই এখানকার কম্পার্টমেন্টাল বিধায়ক), সেই বিধানসভা ক্ষেত্রের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি তে – ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ভাল ব্যবধান এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল পিছিয়ে রয়েছে।’
শুভেন্দু অধিকারীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভবানীপুরের ৬৩ নম্বর ওয়ার্ডে ১১,০৩৩ ভোটের মধ্যে তৃণমূল পেয়েছে ৪,৩৩০ ভোট । বিজেপি পেয়েছে ৫,৭৯৮ ভোট । এই ওয়ার্ডে ৫২.৫৫ শতাংশ ভোট পেয়েছে বিজেপি । যেখানে তৃণমূল পেয়েছে ৩৯.২৫ শতাংশ ভোট ।
৭০ নম্বর ওয়ার্ড : তৃণমূলের ৩,১৩৮ ভোট এবং ভোটে শেয়ার ২৯.৮৫ শতাংশ । যেখানে বিজেপির ৬,৭১৫ ভোট এবং ভোটে শেয়ার ৬৩.৮৯ শতাংশ ।
৭১ নম্বর ওয়ার্ড : তৃণমূল ৭,৫৫৩ ভোট এবং ৪১.৩১ শতাংশ৷ বিজেপি ৬,৪৯৮ ভোট এবং ৪৭.৬৩ শতাংশ ।
৭২ নম্বর ওয়ার্ড : তৃণমূল ৪,৬৪০ এবং ৩৭.৬৩ শতাংশ । বিজেপি ৬,৪৯৮ এবং ৫২.৭০ শতাংশ ।
৭৪ নম্বর ওয়ার্ড : তৃণমূল ৭,১৩২ এবং ৩৯.১৮ শতাংশ । বিজেপি ৯৫৪৪ এবং ৫২.৪৩ শতাংশ ।।