এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ মে : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারিনীর পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস যোগ প্রকাশ্যে আসার পর ঘটনাটি নতুন মাত্রা নিল ।
জানা গেছে,অভিযোগকারী মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় । ২০১৯ সাল থেকে রাজভবনে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন তিনি । তাঁর মা ২০০২ সালে স্থানীয় একটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । যদিও তিনি সিপিএম প্রার্থীর কাছে হেরে যান । আর তা ঘিরেই রাজ্যপালের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ ফের মাথা চাড়া দিতে শুরু করেছে । বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে মহিলা অভিযোগ তোলার পর শুক্রবার রাজভবন থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে সাংবিধানিক প্রধানের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে।
পাশাপাশি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই ঘটনাকে ‘স্ক্রিপ্টেড’ বলে মন্তব্য করেছেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় ‘এক জন মহিলাকে ব্যবহার করা হয়েছে’ এবং ‘নিকৃষ্ট রাজনীতি’ করার অভিযোগ তুলেছেন । অন্যদিকে মুখ্যমন্ত্রী ও তার দলের নেতানেত্রীরা রাজ্যপালের বিরুদ্ধে মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগকে মান্যতা দিয়ে রাজনৈতিক মঞ্চে মন্তব্য করে চলেছেন ।
এদিকে রাজভবনের ওই অস্থায়ী কর্মীর তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার থানার পুলিশ। এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে কলকাতা পুলিশের আট জনের বিশেষ তদন্তকারী দল। নেতৃত্বে রয়েছেন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তকারী ওই দলের তরফে রাজভবনের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে বলে জানা গেছে ।।