এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৩ মে : চতুর্থ দফার লোকসভা ভোটের আগের রাতেই এরাজ্যে ফের খুনের ঘটনা ঘটেছে । রবিবার রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া বোমা বিস্ফোরণে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের মেন্টু শেখ নামে এক তৃণমূল কর্মীর । মেন্টু শেখের সঙ্গে বাইকে আরও একজন ছিল । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ভুলন শেখ ও সামসুল হক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের মধ্যে কেতুগ্রাম থানার চেঁচুরি গ্রামের বাসিন্দা ভুলন শেখ সিভিক ভলেন্টিয়ারের কাজ করে । তবে খুনের কারন স্পষ্ট নয় । ধৃতদের জেরা করে খুনের কারন জানার চেষ্টা করছে পুলিশ । মৃতের স্ত্রীর অভিযোগ দলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছেন তার স্বামী । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
ঘটনার বিবরণে জানা গেছে,রবিবার রাতে এক সঙ্গীকে বাইকে চাপিয়ে কেতুগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন মেন্টু শেখ । তারা কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে এলে বাইক লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা । মেন্টু শেখের গায়ে লেগে একটা বোমায় বিস্ফোরণ ঘটে । দু’জনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে । পরে পুলিশ গিয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে মেন্টুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
মৃতের স্ত্রী তুহিনা খাতুনের অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের কারনেই তার স্বামীকে খুন করানো হয়েছে । তিনি সংবাদ মাধ্যমের কাছে বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীর নামও জানিয়েছেন । তিনি আরও অভিযোগ করেছেন যে তার ইতিপূর্বেও তার স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিল তৃণমূলের একাংশের লোকজন ।।
মৃতের স্ত্রীর বক্তব্য শুনুন 👇