এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : নিজের দলের কর্মীদের হাতেই বেদম মার খেলেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের এক তৃণমূল কর্মী । প্রহৃত তৃণমূল কর্মী হলেন ধারসোনা গ্রামের বাসিন্দা কেরামত শেখ। তিনি মঙ্গলকোট পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মী । আজ শুক্রবার কেরামত শেখ অফিস যাওয়ার সময় বাস থেকে নামিয়ে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর আপ্ত সহায়ক মাসুদুর রহমান শেখের ইন্ধনে তার দুস্কৃতী বাহিনী তার উপর হামলা চালায় বলে অভিযোগ । তবে তার আঘাত গুরুতর নয় । ভাতার হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । এই ঘটনায় মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন প্রহৃত ব্যক্তি । তবে সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই বলে জানা গেছে ।
প্রসঙ্গত,অনুব্রত মণ্ডলের হাতেই ছিল মঙ্গলকোটের সাংগঠনিক কাজকর্ম দেখার দায়িত্ব । তখন থেকেই তৎকালীন বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল । আজ অনুব্রত বা সিদ্দিকুল্লান না থাকলেও মঙ্গলকোটে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের পরম্পরা অব্যাহত রয়ে গেছে ।
জানা গেছে,সম্প্রতি মঙ্গলকোটে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ফেসবুকে পোস্ট ও পালটা পোস্ট করা নিয়ে উত্তেজনা চলছিল । কেরামত শেখও একটা পোস্ট করেছিলেন । তার জেরেই এদিন কেরামত শেখ যখন বাসে চড়ে নতুনহাটে অফিসে যাচ্ছিলেন তখন সিঙ্গুতের কাছে তাকে বাস থেকে নামিয়ে তিনজন মিলে বেদম মারধর করে বলে অভিযোগ । ওই তিনজন বিধায়ক অনুগামী বলে দাবি কেরামতের । যদিও বিধায়ক অপূর্ব চৌধুরীর প্রতিক্রিয়া যে এই বিষয়ে তিনি কিছু জানেননা ।।