এইদিন ওয়েবডেস্ক,মালদা, ১৯ মার্চ : প্রার্থী করার পরেও বিজেপিতে যোগ দিয়েছেন পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সরলা মুর্মু ৷ সেই ক্ষোভে দলত্যাগী নেত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল তৃণমূল । শুক্রবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের লালদিঘি শ্মশানে গিয়ে রীতিমত ধর্মীয় রীতি অনুযায়ী মাথা কামালেন তৃণমূলের ক্ষিপ্ত নেতা-কর্মীরা ৷ ছিল পংক্তিভোজের আয়োজন । কয়েক’শ গ্রামবাসীকে নিমন্ত্রণ করে শ্রাদ্ধের ভোজ খাওয়ানো হয় ।
পুরাতন মালদা ব্লকের তৃণমূল সভাপতি থাকার পাশাপাশি মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন সরলা মুর্মু । এবারে হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল । কিন্তু সবাইকে কার্যত চমকে দিয়ে কলকাতায় গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান সরলাদেবী ৷ ফলে ওই কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করতে হয় তৃণমূলকে ৷ নতুন প্রার্থী হন প্রদীপ বাস্কে ৷
এদিকে সরলাদেবীর এই সিদ্ধান্তে এলাকায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ৷ এনিয়ে ক্ষোভবিক্ষোভ তো চলছিলই । কিন্তু এদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ সব কিছুকেই ছাপিয়ে যায় । এদিন তৃণমূল শাসিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি, ব্লক যুব তৃণমূল সভাপতি হারেজ আলি, ব্লক সাধারণ সম্পাদক জাহাঙ্গির শেখদের উদ্যোগে দলত্যাগী নেত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় । ভাবুক গ্রাম পঞ্চায়েতের লালদিঘি পুকুর পাড়ে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামবাসীদের রীতিমত নিমন্ত্রন করে ভুরিভোজ খাওয়ানো হয় । দুপুরের খাওয়ার মেনুতে ছিল ভাত, মুরগির মাংস, চাটনি, দই আর মিষ্টি ৷
জানা গেছে, প্রথমে শ’দুয়েক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু বেলা যত গড়ায় ততই ভোজ খাওয়ার লাইন লম্বা হতে শুরু করে । ফলে আগত মানুষদের খাওয়াতে নতুন করে খাদ্য সামগ্রী আনাতে হয় উদ্যোক্তাদের ৷।