এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৭ জুন : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এক তৃণমূল কর্মীকে গুলি করার পর নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনার হোসেন গাজি (২৮) । সে বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা গ্রামের বাসিন্দা । জানা গেছে, সোমবার রাত প্রায় ৯ টা নাগাদ একদল বাইক আরোহী দুষ্কৃতী আনার মোল্লার বাড়ির অদুরে হাজিবাগের মোড়ে খুন করে পালিয়ে যায় । প্রাথমিকভাবে অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে।
জানা গেছে,সোমবার রাতে হাজিবাগের মোড়ে একটা চায়ের দোকানে চা পান করতে করতে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করছিলেন আনার হোসেন গাজি । সেই সময় ১২- ১৫ জন সশস্ত্র দুষ্কৃতী বাইকে চড়ে সেখানে আসে । কিছুটা দূরে দুষ্কৃতীরা বাইকগুলি দাঁড় করায় । তারপর পায়ে হেঁটে চায়ের দোকানে এসে প্রথমে আনারকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । ওই যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় । দুষ্কৃতীরা পালিয়ে গেলে আনারকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ ।।

