এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২২ জুলাই : বাসে চড়ে কলকাতার ধর্মতলায় দলীয় সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন বাঁকুড়ার যুবক । ফেরার পথে পূর্ব বর্ধমান শক্তিগড়ে ল্যাঙচা কেনার জন্য বাসটিকে দাঁড় করানো হয় । কিন্তু রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর । পুলিশ জানিয়েছে নিহতের নাম শিবশংকর দাস ওরফে বাপী । শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ।
জানা গেছে,বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ায় বাড়ি শিবশংকর দাসের । বাড়িতে রয়েছেন বৃদ্ধ বিধবা মাসন্ধ্যা দাস,স্ত্রী ও দুই নাবালক সন্তান । শিবশংকরবাবু লটারির টিকিট বিক্রি করে অতিকষ্টে সংসার চালাতেন । তিনি তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত ছিলেন ।
জানা গেছে,দলের শহীদ দিবস সমাবেশে যোগ দেওয়ার জন্য বুধবার রাতে বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ড থেকে একটি বাসে চড়ে বেশ কিছু তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন । ওই দলে ছিলেন শিবশংকর দাস । সমাবেশের পর বৃহস্পতিবার তাঁরা ফের ওই বাসে চড়ে বাড়ি ফিরছিলেন । কিন্তু শক্তিগড়ে আসতেই ল্যাঙচা কেনার জন্য বাসটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় । তারপর সকলে মিলে দোকানে ঢোকেন ল্যাঙচা কেনার জন্য । আর তখনই রাস্তা পারাপার করতে গেলে শিবশংকরকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালায় । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যু হওয়া কার্যত পথে বসেছে গোটা পরিবার । স্থানীয়দের দাবি,দলীয় ও সরকারিভাবে ওই যুবকের পরিবারকে সাহায্য করা হোক ।।