এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ এপ্রিল : ‘আজকে যা ভোট হল তাতে ৩১ টার মধ্যে ৩০ টা আসন পাবে তৃণমূল । চ্যালেঞ্জ করে গেলাম । আর মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী ২২০ থেকে ২৩০ টা আসন পাবে ।’ মঙ্গলবার ভাতারের দলীয় প্রার্থী মানগোবিন্দ অধিকারীর সমর্থনে পূর্ব বর্ধমানের ভাতার এমপি হাইস্কুল মাঠে জনসভায় যোগ দিয়ে এই দাবিই করলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ।
এদিন অনুব্রত মণ্ডল বলেন, ‘বিজেপির মত আমাদের বাইরে থেকে লোক আনতে হয় না । আজকের সভায় উপস্থিত সকলেই এই অঞ্চলের ।’ সভামঞ্চের পাশে থাকা দলীয় এক কর্মীর কথার সুত্র ধরে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, ‘আমি নেতা নই । আমি আপনাদের মত একজন তৃণমূল কর্মী । আমি নেতা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে পালিয়ে যেতাম । ঠকিয়ে দিয়ে চলে যেতাম । বেগম বলতাম । কটু কথা বলতাম ।’ এরপর বিজেপিকে নিশানা করে অনুব্রত মণ্ডল বলেন, ‘ওরা শুধু হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে। মমতাকে কটু কথা বলছে ।অপমান করছে । কেউ বেগম বলছে ।বাংলার মানুষ এর জবাব দেবে ।’
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমন করে অনুব্রত বলেন, ‘ত্রিপুরাকে শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদি । দশ হাজার ছেলের চাকরী খেয়ে নিয়েছ । প্রাইমারী স্কুলের চাকরী খেয়ে নিয়েছো । তুমি সিওডি গ্রুপের চাকরী কনট্রাকটরের হাতে দিয়ে দিয়েছো ।’ এরপর তিনি বলেন, ‘মোদী পকেট ভরে মিথ্যা কথা নিয়ে আসো ।আর মমতা ব্যানার্জী আঁচল ভরে উন্নয়ন করে ।’ এদিন ফের রাজ্যে এনআরসি চালু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, ‘আন্দোলন করবো ।মৃত্যু বরণ করবো ।তবু এরাজ্যে এনআরসি করতে দেব না।’
অনুব্রত মণ্ডলের কথায় , ‘বিজেপি খেলা জানে না । তৃণমূল খেলবে মাঠের মধ্যে ।আর ওরা থাকবে মাঠের বাইরে ।’ তিনি বলেন, ‘হ্যাঁ খেলা হবে । ভোটের দিন ভয়ঙ্কর খেলা হবে । ভোটের পরেও খেলা হবে ।’ সব শেষে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান অনুব্রত মণ্ডল । এরপর ভাতারের তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী ‘খেলা হবে’ বলে সভা মঞ্চে অনুব্রত মণ্ডলের হাতে একটা ব্যাট তুলে দেন ।।