এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৪ ডিসেম্বর : ভোটের মুখেই শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের একটি সমবায়ে শাসকদলকে শুন্য করে দিল বিজেপি । বিরোধী দলনেতা এই অভাবনীয় জয়ের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম ১ এর গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর পরিচালন সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা চোর তৃণমূলকে হারিয়ে ৯-০ ফলাফলে জয়ী হয়েছেন। রাষ্ট্রবাদী প্রার্থীদের নির্বাচিত করার জন্য প্রত্যেক সমবায়ী বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, জয়ী সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন।”
গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯ আসনে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি দুই দলই। সিপিএম- কংগ্রেসের প্রার্থী ছিল ২ আসনে। আজ রবিবার গাংরা সমবায় নির্বাচনের ফলপ্রকাশ হতেই তৃণমূল শিবিরে শোকের ছায়া নেমে আসে । বিজেপি সমর্থিত প্রার্থীরা ৯ আসনের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছেন। সমবায়ে মোট ভোটার ছিল ৫৪৩ জন এবং ভোট দিয়েছে ৪৩৮ জন । ফল ঘোষণার পরই আবির খেলায় মেতে ওঠেন নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরা। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে “শুভেন্দু অধিকারী জিন্দাবাদ” স্লোগান তুলতে থাকেন তাঁরা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারি। তারপর থেকেই নন্দীগ্রাম তৃণমূলের কাছে কাঁটার মতো। এবার এই আসনে আলাদা করে নজর দিয়েছে তৃণমূল। আসনটি যাতে তৃণমূলের ঝুলিতে আসে তার জন্য উদ্যোগী হয়েছেন খোদ অভিষেক ব্যানার্জি । কিন্তু আজকেত এই ফলাফল নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বাড়াতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল কর্মী সমর্থকদের উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে ।।

