এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,১১ সেপ্টেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার অন্তর্গত ঠাকুরপুরা বড়কইল কৃষি সমবায় সমিতি নির্বাচনে বিজেপির কাছে শোচনীয় ভাবে পরাজিত হল শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ মোট ৬ টি আসনের মধ্যে চারটি জিতে এই সমবায়ের দখল নিয়েছে বিজেপি । তৃণমূল পেয়েছে মাত্র দুটি আসন । আজ বৃহস্পতিবার সমবায়ের এই ভোটে প্রায় ৯০০ ভোটারের মধ্যে ৭৫০ জন ভোট দিয়েছিল । রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজয়ী দলীয় প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার অন্তর্গত ঠাকুরপুরা বড়কইল কৃষি সমবায় সমিতি নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪ টি আসনে জয় লাভ করে ঠাকুরপুরা বড়কইল কৃষি সমবায় সমিতি দখল নিলো বিজেপি সমর্থিত প্রার্থীরা। সকল নির্বাচিত প্রতিনিধিদের জানাই গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’
ফলাফলে দেখা যায় তপশিলি সংরক্ষিত আসনে জয়লাভ করেছেন বিজেপির প্রাক্তন উপপ্রধান নিরোদ বর্মন । মহিলাদের দুটি আসনের মধ্যে একটি দখল করে তৃণমূলের দিপালী বর্মন এবং অন্যটি বিজেপির প্রতিভা ভৌমিক৷ তিনটি সাধারন আসনের মধ্যে দুটিতে জয়লাভ করেন বিজেপির বলাই মন্ডল এবং বিপ্লব বর্মন । অপর আসনটি জেতেন তৃণমূলের পলাশ মন্ডল
বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেছেন, ‘যেখানে মানুষ অবাধে ভোট দিতে পারবে সেখানেই বিজেপি জয়লাভ করবে ।’ অন্যদিকে তৃণমূলের দাবি আগের সিপিএমরা এখন বিজেপি হয়ে গেছে । তাই এখন বিজেপির ক্ষমতা বেশি । বিধানসভায় তারা বিপুল ভোটে জয়লাভ করবে বলেও আশা প্রকাশ করেছেন । কিন্তু তৃণমূল যতই আশার কথা শোনাক না কেন বিধানসভা ভোটের মাস ছয়েক আগে একটা সমবায়ের এই শোচনীয় পরাজয়ের পর সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছে তারা ।।