এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা,৩১ আগস্ট : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস বর্বরোচিত ধর্ষণ বা গণধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার তিন সপ্তাহ পরেও এখনো উত্তাল গোটা রাজ্য । একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । ফলে উত্তাপ বেড়েই চলেছে ক্রমশ । রাজ্যজুড়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ন্যায় বিচারের দাবিতে ক্রমাগত মিছিল করে যাচ্ছে । ব্যাকফুটে থাকা শাসক দল তৃণমূল কংগ্রেসও পাল্টা মিছিল করছে রাজ্যের প্রতিটা ব্লকে । তারা দাবি তুলছে যে ‘রাজনীতি নয়, ন্যায় বিচার হোক আরজি করের ঘটনায়।’ যদিও আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্ত খোদ শাসকদল নিজেই ।
এদিকে কোচবিহার জেলার দিনহাটা কলেজের একটা চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে । অভিযোগ উঠছে যে শুক্রবার দলীয় মিছিলে না যাওয়ার অপরাধে কলেজের ১৩ জন ছাত্রীকে শৌচাগারে বন্দি করে রেখে শাস্তি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপির) সদস্যরা। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকায় কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে । এখনো হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীটি । যদিও এই বিষয়ে মুখ খোলেননি কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল । তবে দিনহাটা থানার পুলিশ জানিয়েছে যে ঘটনার খবর থানায় এসেছে, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি । জানা গেছে, দিনহাটার ওই কলেজের পরিচালন কমিটিতে রয়েছেন খোঁজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । রাজ্যের এই মন্ত্রীটিকে বিভিন্ন সময়ে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে । তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনো পর্যন্ত তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
জানা গেছে, আরজি করেন ন্যায় বিচারের দাবিতে শুক্রবার একটা মিছিলের ডাক দিয়েছিল দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ । সেই মিছিলে যেতে রাজি হয়নি ওই কলেজের ১৩ জন ছাত্রী । আর এই অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা তাদের কলেজের শৌচাগারে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় বলে অভিযোগ । এদিকে দীর্ঘক্ষণ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থেকে এক ছাত্রীর প্রবল শ্বাসকষ্ট শুরু হয় । তারা চিৎকার করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের বিষয়টি জানিয়ে দরজা খোলার জন্য অনুরোধ করে৷ কিন্তু সেই অনুরোধে কর্ণপাত না করে দীর্ঘক্ষণ তাদের আটকে রাখা হয় । এদিকে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শেষ পর্যন্ত দরজা খুলে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় । কিন্তু ছাত্রটির বাবা ভয়ে তাকে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে দেয়নি । এদিকে হাসপাতালে ছাত্রীটি ভর্তি হওয়ার কথা শুনে টনক নড়ে দিনহাটা থানার পুলিশের । খবর পেতেই পুলিশ হাসপাতালে ছুটে যায় ।
যদিও তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলমের সাফাই, কলেজে এই ধরনের কোন ঘটনা ঘটেনি । আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে । ওই মেয়েটির এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে আমরা পরিবারের কাছ থেকে জানতে পেরেছি ।’ কিন্তু তৃণমূলের ওই ছাত্রনেতা যতই সাফাই দিক না কেন রাজ্যজুড়ে ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের ঘটনার মাঝে দিনহাটা কলেজের এই ঘটনা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে ।
এই ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে তীব্র বিষোদগার করা হচ্ছে । ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকাও নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো । এবিভিপি রাজ্য সম্পাদক দিপ্ত দে-এর কথায়,’উদয়ন গুহর নেতৃত্বে দিনহাটায় জঙ্গলরাজ চলছে ।’ ঘটনার সত্যতা স্বীকার করে এসএফআইয়ের দিনহাটা লোকাল কমিটির সম্পাদক আবির দেব কলেজের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করেছেন । হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ছাত্রীটি পুলিশের কাছে জবানবন্দী দিয়েছেন বলে জানা গেছে ।।