• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আবাসের ঘর দখল করে তৈরি হওয়া তৃণমূলের উন্নয়ন ভবন থেকে গায়েব তৃণমূল সুপ্রিমোর ছবি, কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য

Eidin by Eidin
December 4, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
আবাসের ঘর দখল করে তৈরি হওয়া তৃণমূলের উন্নয়ন ভবন থেকে গায়েব তৃণমূল সুপ্রিমোর ছবি, কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ ডিসেম্বর : আবাস প্রকল্পের তালিকা যাচাই প্রক্রিয়া শুরু হতেই বাংলার জেলায় জেলায় চাগান দিয়েছে ক্ষোভ বিক্ষোভ।তারই মধ্যে প্রশাসনের অস্বস্তি  বাড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে হওয়া বেনজির আবাস ’হাইজ্যাক’ কাণ্ড। এক দরিদ্র উপভোক্তার ’প্রধানমন্ত্রী আবাস’ যোজনার বাড়ি ’হাইজ্যাক’ করে নিয়ে বানিয়ে ফেলা হয়েছে তৃণমূলের ’উন্নয়ন ভবন’।তৃণমূল সুপ্রিমোর হাসি মুখের দুটি ছবি দীর্ঘদিন ধরে ওই উন্নয়ন ভবনে ভিতরে শোভা বর্ধন করতো।কিন্তু ’বিশ্ব বাংলা’ লোগো এখনও সেখানে জ্বলজ্বল করলেও তৃণমূল সুপ্রিমোর ছবি দুটি আর দেখতে পওয়া যায়নি। এর কারণ নিয়ে ঘোর রহস্য তৈরি হয়েছে।’বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে বঙ্গের শাসক দলকে খোঁচা দিতে এখন আবাস হাইজ্যাকের এই ঘটনাকেই হাতিয়ার করেছে বিজেপি। তবে জেলাশাসক আয়েশা রাণী  এই আবাস কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন। 

জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত অফিসের সন্নিকটে রয়েছে কাঠুবিয়াপাড়া গ্রাম। শঙ্কর মাঝি ও তাঁর পরিবার মূলত এই গ্রামেরই বাসিন্দা।২০১৮-১৯ অর্থবর্ষে দিন দরিদ্র শঙ্কর মাঝির নামে ’প্রধানমন্ত্রী আবাস যোজনার’ ঘর অনুমোদন হয়।যার আইডি নম্বর “পিএমএওয়াই – ডাব্লু বি ১৬৮৫৩৩২।“ ঘর তৈরির জন্য উপভোক্তা শঙ্কর মাঝির নামে ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়।সেই টাকায় পাকা বাড়ি তৈরি হয়ে যাবার পর নিয়ম মেনে তার ’জিও ট্যাগিং’ও হয়।

কিন্তু এত কিছুর পরেও ওই বাড়িতে শঙ্কর মাঝি বা তাঁর পরিবারের কারুরই ঠাঁই হয় না।কারণ,খাতায় কলমে সরকারী আবাস যোজনার ওই বাড়িটির মালিক শঙ্কর মাঝি হলেও সেটিকে নীল সাদা রঙে রাঙিয়ে দিয়ে বিলাশবহুল তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ভবন বানিয়ে ফেলা হয়।সাথে সাথে সেখানে তৃণমূল সুপ্রিমোর ছবিও প্রতিষ্ঠা করে দেওয়া হয়। এই ঘটনা প্রথমে ধামাচাপা থাকলেও পরে তা প্রকাশ্যে চলে আসে।২০১৯ সালের লোকসভা ভোটের পর এ নিয়ে জোরদার আন্দোলনে নামে জামালপুরের বিজেপি নেতা ও কর্মীরা।তাতে চাপে পড়েযায় শাসক দলের ব্লক নেতৃত্ব এবং জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে বিষয়টি ধামাচাপা দেওয়ার কোন উপায় থাকে না পঞ্চায়েতের পূর্বতন বোর্ডের প্রধান মণিকা মুর্মু ও উপ-প্রধান উদয় দাসের। তাঁরা “জিও ট্যাগিং’ হয়ে থাকা সরকারী অনুদানের ওই বাড়ির দরজা খোলার চাবি তুলদেন বাড়িটির উপভোক্তা শঙ্কর মাঝির হাতে।শুধু চাবি তুলে দেওয়াই নয়,নীল-সাদা রঙের পার্টি অফিসের দেওয়ালে উপভোক্তা শঙ্কর মাঝির নাম ও সরকারী কোড নম্বারও লিখে দেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। তবে এত কিছুর পরেও উপভোক্তা শঙ্কর মাঝি ও তাঁর পরিবারকে ওই বাড়ি থেকে বিতাড়িত করেই রাখা হয়।মৃত্যুর আগে পর্যন্ত নিজের নামে থাকা আবাস যোজনার বাড়িতে থাকার সৌভাগ্য শঙ্কর মাঝির হয়নি। 

এহেন ঘটনার যাবতীয় দায় বিরোধীরা চাপিয়েছেন কাঠুরিয়াপাড়া এলাকার তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরা ওরফে বুটে ও তার সাগরেদদের ঘাড়ে। রামরঞ্জনের স্ত্রী মিতালিদেবী বর্তমানে জামালপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য। উপভোক্তা শঙ্কর মাঝির সরকারী আবাসের ঘর নিয়ে পূর্বে রামরঞ্জন সাঁতরা পঞ্চায়েতের পূর্বতন বোর্ডের দিকে আঙুল তুলে অনেক কথাই বলেছিলেন।কিন্তু এখন তিনি এবিষয়ে মুখে একেবারেই কুলুপ এঁটে ফেলেছেন।আরও বড় আশ্চর্য্যের বিষয় হল,শঙ্কর মাঝির মতো তৃণমূল সুপ্রিমোকেও তৃণমূলের ওই উন্নয়ন ভবনে ব্রাত্য হয়ে গিয়েছেন। কয়েকদিন আগে ওই “উন্নয়ন ভবনে’ পৌছে আর দেখতে পাওয়া যায়নি তৃণমূল সুপ্রিমোর হাঁসি মুখের ছবি দুটি।কি কারণে তৃণমূল সুপ্রিমোর ছবি দুটি ওই ’উন্নয়ন ভবন’ থেকে  হঠিয়ে দেওয়া হল, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য । 

কাঠুরিয়াপাড়া গ্রামের অদূরে দামোদরের গা ঘেঁষে রয়েছে সেচ দফতরের বাঁধের জায়গা।সেখানে কয়েকটি কুঁড়ে ঘরের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইটের দেওয়াল আর অ্যাসবেস্টর ছাউনির একটি বাড়ি।ওই বাড়িটির দেওয়ালের দিকে তাকালেই দেখাযায়,বাড়িটির উপভোক্তা হিসাবে শঙ্কর মাঝির নাম ও প্রধানমন্ত্রী আবাস যোজনার একই কোড নম্বার লেখা রয়েছে। ওই বাড়িতে গিয়ে শঙ্কর মাঝির পরিবারের সদস্য গীতা মাঝির দেখা মেলে । তিনি বলেন,’শঙ্কর মাঝি বেচেথাকা কালীনই কাঠুরিয়াপাড়া গ্রামের আবাসের বাড়িতে আমাদের স্থান হয়নি ।আমাদের বাঁধের ধারের এই বাড়িতে থাকতে বাধ্য করা হলেও প্রশাসন এ নিয়ে কিছুই করে নি’। 

প্রশাসন কিছু করেনি বলে গীতা মাঝি যে দাবি করেছেন তাকে সর্বাংশে সত্য অবশ্য বলা যাবে না।  কেননা ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় শঙ্কর মাঝির আবাস যোজনার বাড়ি নিয়ে ফের বিরোধীরা স্বোচ্চার হলে তদন্তে নামে ব্লক প্রশাসন। সেই তদন্তে শঙ্কর মাঝির আবাসের বাড়ি নিয়ে একাধিক অনিয়ম হওয়ার কথা জানতে পারে প্রশাসন। কিন্তু সেই সব অনিয়ম ও বেআইনি কাজ নিয়ে এখনও অব্দি প্রশাসনিক পদক্ষেপ অধরাই রয়ে আছে।আর তারই কারণে প্রধানমন্ত্রী  আবাস যোজনার ঘর পেয়েও বঞ্চনার শিকার হয়েই আছে উপভোক্তা শঙ্কর মাঝি ও তাঁর পরিবার । 

এ নিয়ে জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,’বাংলা বাড়ি’ প্রকল্প নিয়ে তৃণমূলের  নেতা ও মন্ত্রীরা বড়াই করলেও এই প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ ওঠা শুরু হয়ে গিয়েছে। শঙ্কর মাঝির আবাস যোজনার বাড়ি নিয়ে নানা কায়দায়  দুর্নীতি হয়েছে জেনেও প্রশাসনের  নীরব থাকাটা সবথেকে বড় আশ্চর্য্যের বিষয়।আর নজিরবিহীন বিষয়টি হল, প্রধানমন্রী আবাস যোজনার বাড়ি হাইজ্যাক করে নিয়ে বানানো তৃণমূলে উন্নয়ন ভবন থেকে তৃণমূল সুপ্রিমোর ছবি গায়েব হয়ে যাওয়াটা। দামোদরের বাঁধের জাগায় ভূয়ো প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির অস্তিত্ব জানান দেওয়াটা দুর্নীতির সর্বকালীন  রেকর্ডকেও হার মানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে নজিরহীন এই দুর্নীতি কাণ্ডের তদন্তের জন্য আবেদন করবেন বলে  মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন’।। 

Previous Post

বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার জন্য ভারতকে দায়ি করলেন মহম্মদ ইউনূস

Next Post

সেভেন সিস্টার্স ও পশ্চিমবঙ্গকে নিয়ে “বৃহৎ বাংলাদেশ” গঠনের স্বপ্ন দেখছে বাংলাদেশ

Next Post
সেভেন সিস্টার্স ও পশ্চিমবঙ্গকে নিয়ে “বৃহৎ বাংলাদেশ” গঠনের স্বপ্ন দেখছে বাংলাদেশ

সেভেন সিস্টার্স ও পশ্চিমবঙ্গকে নিয়ে "বৃহৎ বাংলাদেশ" গঠনের স্বপ্ন দেখছে বাংলাদেশ

No Result
View All Result

Recent Posts

  • পুলিশ ফিরে যেতেই তিন শতাব্দী প্রাচীন কালীমন্দির সহ ৪ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে আউশগ্রামে 
  • ষষ্ঠ ছেলে কোথা থেকে আমদানি হল খুঁজেই পাচ্ছেন না ৫ সন্তানের   মা বৃদ্ধা বিধবা লালমতি বিশ্বাস ; খসড়া তালিকা প্রকাশ হতেই “ভুয়ো ছেলে”কে নিয়ে তোলপাড় মেমারি  
  • নিজ যোগ্যতায় কারখানার সুপারভাইজার হয়েছিলেন দিপু দাশ, তিন মুসলিম কর্মী ঘুঁষ দিয়েও ওই পদ না পাওয়ায় ধর্মনিন্দার গুজব রটিয়ে দেয় তারা : উঠে এলো হিন্দু যুবকে জীবন্ত পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য 
  • “বাংলাদেশ দূরের আয়না নয়, ভবিষ্যতের সতর্ক সংকেত ; আজ চুপ থাকলে, কাল নাম আসবে তালিকায়” 
  • প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার মানহানির মামলা করলেন কুমার শানু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.