এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা),১৬ সেপ্টেম্বর : দলীয় প্রধানকে অপসারণ করল তৃণমূল সদস্যরা ।তৃণমূল পরিচালিত রতুয়া-২ ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হল । বৃহস্পতিবার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ১২ জন পঞ্চায়েতের সদস্যদের সমর্থনে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হল ।
পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত ১৪ আসন বিশিষ্ট । যার মধ্যে ১১ টি তৃণমূল,২ কংগ্রেস ও ১ আসন বিজেপির ।
তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ১২ জন সদস্য । বিজেপি ও কংগ্রেসকে সাথে নিয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর এদিন অনাস্থার তলবি সভা ডাকা হয় । অশান্তি এড়াতে পঞ্চায়েত চত্বরে এদিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় । মোট ১২ জন সদস্যের সমর্থনে পদ থেকে অপসারিত হয় প্রধান মাইনুর বিবি ।
পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা উপপ্রধান মোঃ আরমান আলীর অভিযোগ, ‘বিগত প্রধানের নেতৃত্বে পঞ্চায়েতের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল । উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল তাই প্রধান কে অপসারণ করা হয়েছে ।’ অন্যদিকে অপসারিত পঞ্চায়েত প্রধান মাইনুর বিবি বলেন, ‘ঠিক কি কারণে আমাকে প্রধান পদ থেকে অপসারণ করা হল তা কিছুই বুঝতে পারছি না । সদস্যরা কিছুই জানাননি । হঠাৎ করে তারা অনাস্থা এনেছেন । বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি ।’
এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ নৈমুদ্দিন জানান, পঞ্চায়েত সদস্যরা প্রধানের বিরুদ্ধে মতামত জানিয়ে ছিলেন । দলের তরফে চেষ্টা করা হয়েছিল যাতে সমস্ত সদস্যকে নিয়ে প্রধানকে টিকিয়ে রাখা যায় । কিন্তু সদস্যরা তা মানেনি । তাই প্রশাসনিক স্তরে যা নিয়ম রয়েছে সেভাবেই প্রধানকে অপসারণ করা হয়েছে ।।