এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৬ আগস্ট : হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে । জানা গেছে,শিলিগুড়ি পৌর কর্পোরেশনের অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের ভারত নগর এলাকায় বাড়ি বিধায়ক শঙ্কর ঘোষের । আজ রবিবার সকালে শিলিগুড়ি টাউন-২-এর তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকর্মী বিধায়কের বাড়ির সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন । করুণাময়ী কালী মন্দিরের সামনে রীতিমতো মঞ্চ বেঁধে চলে ধর্ণা । উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ, এসএমসি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসএমসি চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী প্রমুখ । তাঁরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান । যদিও সেই সময় বিধায়ক বাড়িতে ছিলেন না বলে জানা গেছে ।
এদিকে বিগত পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য জলপাইগুড়িতে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিজেপি বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,’আদালতের নির্দেশ থাকায় গত ৫ আগস্ট ওরা কোথাও বিক্ষোভ করেনি । কিন্তু রাজ্যের কোথাও কোথাও ওরা অসভ্যতামি করার চেষ্টা করেছে বলে শুনেছি । যদিও মানুষ তাদের আবেদনে সাড়া দেয়নি ।’ শুভেন্দু অধিকারী জানান, বিধায়ক শঙ্কর ঘোষের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভের ভিডিও সংগ্রহ করা হচ্ছে । বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নজরে আনবেন তাঁরা এবং দলীয়ভাবে যথাযথ আননানুগ ব্যবস্থা নেওয়া হবে ।।