এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),২৩ এপ্রিল : দূর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সামসুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ । নন্দীগ্রাম-১ বিডিও সুমিতা সেনগুপ্তর অভিযোগের ভিত্তিতেই প্রধানকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । ধৃতের বিরুদ্ধে আইপিসি ৪০৬,৪০৯,৪২০ প্রভৃতি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,সামসুল ইসলাম একাধারে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পাশাপাশি তিনি স্থানীয় সমবায় ব্যঙ্কে কর্মরত । তাঁর বিরুদ্ধে সরকারি জায়গায় লাগানো গাছ কাটার টাকা এবং সাবমার্সিবিল পাম্প না বসিয়েই সেই টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘ দিন ধরেই সরব হচ্ছিলেন তাঁর দলেরই লোকজন । এনিয়ে তাঁরা একাধিকবার তাঁরা বিডিওর দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু বিডিওর তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখে গত জানুয়ারিতেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ । শেষ পর্যন্ত আদালতের নির্দেশে নড়েচড়ে বসে ব্লক প্রশাসন ।
জানা গেছে,হাইকোর্টের নির্দেশে এনিয়ে তদন্ত করেন নন্দীগ্রাম ১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত । সম্প্রতি তার রিপোর্ট হলদিয়া মহকুমা শাসকের কাছে জমা করেন । এরপর জেলা প্রশাসনের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেতেই বিডিও গত ৬ এপ্রিল নন্দীগ্রাম থানায় প্রধান সামসুল ইসলামের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন । শেষ পর্যন্ত শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । শনিবার ধৃতকে আদালতে পাঠানো হয় ।।