জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিভিন্ন পেট্রোপণ্যের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষের উঠেছে নাভিশ্বাস। এরই বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গত ২৯ শে মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে মাঠে নামল পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ও গলসীর তৃণমূল কংগ্রেস ।
আউসগ্রাম ১ নম্বর ব্লক যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে এবং ব্লকের প্রায় সমস্ত দলীয় পদাধিকারীদের উপস্থিতিতে গুসকরা বাসস্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। স্কুলমোড়, মুসলিম পাড়া হয়ে মিছিল বারোয়ারি তলায় গিয়ে শেষ হয়। মূলত কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও রাজ্য বিধানসভায় তৃণমূল বিধায়কদের উপর হামলার প্রতিবাদে এই মিছিল সংগঠিত হয়।
মিছিলে পা মেলান আউসগ্রাম ১ নং ব্লক সভাপতি সালেক রহমান, দুই কার্যকরী সভাপতি প্রশান্ত গোস্বামী ও অরূপ সরকার, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তন্ময় গোস্বামী ও যুব সভাপতি দেবাঙ্কুর চ্যাটার্জ্জী, গুসকরা শহর তৃণমূল যুব সভাপতি উৎপল লাহা এবং ছাত্র পরিষদ সভাপতি সৌম্যদীপ চ্যাটার্জ্জী, শহর তৃণমূল কার্যকরী সভাপতি মলয় চৌধুরী এবং গুসকরা পৌরসভার চেয়ারম্যান তথা শহর তৃণমূল সভাপতি কুশল মুখার্জ্জী ও ভাইস চেয়ারম্যান বেলি বেগম সহ অন্যান্য কাউন্সিলাররা এবং অসংখ্য সাধারণ মানুষ।
বিভিন্ন বক্তা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করলেও তন্ময় গোস্বামীর সমালোচনার মাত্রা ছিল সবচেয়ে তীব্র। একের পর এক যুক্তি দিয়ে চাঁচাছোলা ভাষায় তিনি কেন্দ্রের সমালোচনা করেন। গত আট বছর ধরে বিজেপি সরকার কিভাবে দেশের মানুষকে সর্বনাশের চরম শিখরে পৌঁছে দিয়েছে তা তুলে ধরেন।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে কুশল বাবু বলেন – গাণিতিক নিয়মে বাড়লে বাড়ে এবং কমলে কমে। এর বিপরীত নিয়মও আছে। কিন্তু মোদী সরকারের নিয়ম সম্পূর্ণ নতুন । এখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সেই সুযোগ সাধারণ মানুষ পায়না। কিন্তু উল্টো ঘটলে দাম বাড়ানোর জন্য তৎপরতা বেড়ে যায়। এই উদ্ভাবনী ক্ষমতার জন্য সংশ্লিষ্ট পরামর্শদাতা অবশ্যই পুরষ্কার পাওয়ার যোগ্য ।
অন্যদিকে একই কারণে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হেমন্ত পালের উদ্যোগে গলসী ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে গলসীতেও এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এখানেও তৃণমূলের সর্ব স্তরের ব্লক নেতৃত্ব উপস্থিত ছিল। মিছিলের অগ্রভাগে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
হেমন্ত বাবু বলেন,’যেভাবে কেন্দ্র সরকার বাজে অজুহাতে দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন ধারণ অসহনীয় করে চলেছে তাতে প্রতিবাদ না করে থাকা যায়না। তার আরও বক্তব্য – আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধি একমাত্র কারণ হয় তাহলে কেন চারমাস ধরে দাম বৃদ্ধি বন্ধ ছিল? সেটা কি শুধুমাত্র ভোটের জন্য? তাছাড়া আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কার স্বার্থে দাম কমানো হয়না? তার দাবী অবিলম্বে বিজেপি সরকারকে দ্বিচারিতা বন্ধ করতেই হবে।’।