এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ জুলাই : সালিশি সভার নামে গনধোলাই অব্যাহত পশ্চিমবঙ্গে । এবারে কলকাতার উপকণ্ঠে রাজারহাটে তৃণমূল পার্টি অফিসে সালিশি সভা বসিয়ে সদ্য পিতৃহারা ব্যক্তিকে বেদম মারধরের অভিযোগ উঠল রাজারহাট-বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রক্তিম করের বিরুদ্ধে । এই ঘটনায় রক্তিম কর-সহ তাঁর আরও চার সহযোগীর বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে৷
জানা গেছে,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ভাইপো রক্তিম কর । অন্যদিকে একই এলাকার বাসিন্দা প্রহৃত ব্যক্তি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত । তার সঙ্গে কমিশন চুক্তিতে কাজ করছিল রাজারহাট দেয়াড়ার বাসিন্দা অনির্বান সরকার নামে এক ব্যক্তি । কিন্তু কমিশনের ভাগ বাটোয়ারা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা । তারই মিমাংসা করতে রাজারহাটের ভাতেন্ডা এলাকায় দলীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় সালিশি সভা বসায় রক্তিম কর । সেই সময় রক্তিম ও তার চার সাগরেদ মিলে ঋণ প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিকে বেদম মারধর করে বলে অভিযোগ৷ জানা গেছে,সপ্তাহখানেক আগে পিতৃ বিয়োগ হয় ওই ব্যক্তির । সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই তৃণমূল নেতার এই প্রকার শারিরীক ও মানসিক নির্যাতনে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা ।।