দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বার অ্যাসোশিয়েশনের নির্বাচনে জয়ী হল শাসকদল তৃণমূল কংগ্রেস বিরোধী জোট । শুক্রবার পাঁচটি পদের জন্য এই নির্বাচন হয় । গভীর রাত পর্যন্ত চলে ভোট গননা । ফলাফল প্রকাশের পর দেখা যায় যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবী সংগঠন ‘অ্যাডভোকেট ডেভেলপমেন্ট কমিটি’কে কার্যত ধরাশায়ী করে দিয়েছে বিরোধী ‘আইনজীবী কল্যানকারী জোট’ ।
কাটোয়া বার অ্যাসোশিয়েশনের সভাপতি, সহ সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক এবং কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে নির্বাচনের জন্য দুই জোট মিলে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন । মোট ভোটার ছিল ১৬৮ জন । ৪ জন ভোট দেননি। বাকি ভোটের মধ্যে দুজন ভোটার পোষ্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন । মোট ৭ রাউন্ড গননা হয়। গননার প্রথম থেকেই আইনজীবী কল্যাণকারী জোটের প্রার্থীদের এগিয়ে থাকতে দেখা যায়। তারপর সময় যত গড়াতে থাকে ততই জয়ের মার্জিন বাড়াতে থাকে ‘আইনজীবী কল্যাণকারী জোট’ ।
ফলাফল প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি শেখ আসরফ আলি বলেন, ‘রাম, বাম ও কংগ্রেস একজোট হয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে । ভোটারদের প্রভাবিত করা হয়েছে ।’ অন্যদিকে আইনজীবী কল্যাণকারী জোটে সম্পাদক পদের জয়ী প্রার্থী সৌমেন সরকার বলেন,’এই ভোট আটকাতে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিল শাসকদল সমর্থিত জোট । কিন্তু মহামান্য উচ্চ আদালত তা খারিজ করে দেওয়ায় শেষ পর্যন্ত ভোট হল । আমরা বিপুল মার্জিনে জিতলাম।’ উল্লেখ্য, এর আগের দুটি নির্বাচনেও শাসকদল সমর্থিত আইনজীবী জোট পরাজিত হয়েছিল ।।