এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জুন : সবার অলক্ষ্যে ৫১ বছর বয়সে দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । খবর অনুযায়ী,গত ৩০ মে সুদুর জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে বসেছিল মহুয়ার বিয়ের আসর । বর উড়িষ্যার পুরী লোকসভা কেন্দ্রের বিজেডির প্রাক্তন সাংসদ ৬৫ বছর বয়স্ক পিনাকী মিশ্র । তারও এটা দ্বিতীয় বিয়ে । মহুয়ার বধূবেশের ছবি প্রকাশ্যে এসেছে । তাতে হালকা গোলাপি শাড়ি ও গয়নায় সজ্জিত তৃণমূল সাংসদের মুখে লাজুক হাসি দেখা যায় । অন্যদিকে সাদা পঞ্জাবী ও জ্যাকেট পরা পিনাকী মিশ্রকেও খুব খুশি দেখা গেছে।
এর আগে মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এর ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল মহুয়া মৈত্রের। দু’জনের বিয়েও হয়েছিল । কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি । বিবাহবিচ্ছেদের পরে লার্স ফের বিবাহ করেন। তাঁর সন্তানও রয়েছে। অন্য দিকে, পেশায় আইনজীবী পিনাকী প্রথম বিবাহ করেন ওড়িশারই সঙ্গীতা মিশ্রকে। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। বেশ কয়েক বছর হল পিনাকী এবং সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়েছে । রাজনৈতিক জীবনের দিকে তাকালে দু’জনেই কংগ্রেস ঘরানা থেকে উঠে এসেছেন । পিনাকী পুরী থেকে ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে প্রথম সাংসদ হয়েছিলেন । তারপর ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে একই আসনে বিজেডির সাংসদ নির্বাচিত হন। কিন্তু মহুয়ার সঙ্গে সম্পর্কের কারণে নবীন পট্টনায়ক বিগত লোকসভা নির্বাচনে তাকে আর টিকিট দেননি বলে দাবি করা হয় । অন্যদিকে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ সালে প্রথম তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন মহুয়া । এরপর ২০১৯ এবং ২০২৪ লোকসভায় কৃষ্ণনগর থেকে তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হন ।মহুয়া মৈত্রের বক্তব্য ও জীবনযাপণের কারনে বারবার তিনি সংবাদের শিরোনামে উঠে এসেছেন এসেছে । তার বিরুদ্ধে ঘুঁষ নিয়ে লোকসভার তথ্য পাচারের মত গুরুতর অভিযোগ ওঠে ৷ সংসদ থেকে সাসপেন্ড হতে হয়েছিল তাঁকে। পরে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের একবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে ফেরেন মহুয়া।।

