শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ আগস্ট : রাজ্যে বিধানসভার ভোটের আর হাতে গোনা কয়েক মাস বাকি । আর এই আবহে ভাতারে অডিটোরিয়াম হলের শিলান্যাস করলেন বর্ধমান দুর্গাপুর-লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ । ভাতার বাজারে পুরাতন বিডিও অফিস চত্বরে এক কোটি ব্যায়ে এই অডিটোরিয়াম হলটি নির্মিত হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব ৷ উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বাসুদেব যশসহ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতারা ৷
প্রসঙ্গত,রাজ্যে কংগ্রেসের আমলে ভাতারের আলিনগরে বাদশাহী রোডের পাশে একটি আধুনিক মানের বিশাল ফুটবল স্টেডিয়াম নির্মান করেছিলেন তৎকালীন কংগ্রেস বিধায়ক ভোলানাথ সেন । কিন্তু বামফ্রন্ট সরকার আসার পরেই ওই স্টেডিয়ামের অধপতন শুরু হয় । নজরদারি ও সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংসস্তুপে পরিনত হয় স্টেডিয়ামটি । বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী স্টেডিয়ামটি নবরূপে গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন । বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কাজ শুরুর পরিকল্পনাও নিয়েছিলেন তিনি । মাস খানেক আগে জেলা শাসক আয়েশা রানী আলিনগর স্টেডিয়ামটি পরিদর্শনও করে গেছেন । পাশাপাশি তিনি নাসিগ্রাম স্টেডিয়ামও পরিদর্শন করেন । নাসিগ্রাম স্টেডিয়ামটি প্রাক্তন তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল তৈরি করে গিয়েছিলেন । কিন্তু ভুল স্থান নির্বাচনের জন্য সেটি অব্যাহৃত অবস্থায় থাকার কারনে দিনে গোচারণভূমি ও রাতে দুষ্কৃতীদের আখরা হয়ে গেছে বলে অভিযোগ । জেলা শাসক দুটি স্টেডিয়ামই সংস্কারের আশ্বাস দিয়ে গেছেন । যদিও এযাবৎ এই বিষয়ে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি ।
জানা গেছে,ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ ক্রীড়াপ্রেমী বলে পরিচিত । তরুন প্রজন্মকে তিনি খেলাধুলায় উৎসাহিত করেন । মূলত তিনি ভাতার বাজারে পুরাতন বিডিও অফিস চত্বরে অডিটোরিয়াম হল নির্মানের বিষয়ে উদ্যোগ নেন । আজ ৩০০ সিটের প্রস্তাবিত অডিটরিয়াম হলের শিলান্যাস করে যান সাংসদ । অনেক দিন পর দলীয় সাংসদকে কাছে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ।
উল্লেখ্য,এর আগে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ভাতার বাজারে বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছেন মানগোবিন্দ অধিকারী । পুরনো বিডিও অফিসের গায়েই পিডবলুডি স্ট্যাক ইয়ার্ডে এই বাসস্ট্যান্ড নির্মানের কাজ শুরুও হয়েছিল । কিন্তু বর্ষার কারনে কাজ থমকে আছে । টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়নি । খুব শীগ্রই টেন্ডার প্রক্রিয়ার সম্পূর্ণ করে কাজ শুরু হবে বলে জানান বিধায়ক। বিধায়ক বলেন, ভাতার দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজে সীমানা প্রাচীরের জন্য সাংসদের কাছে প্রস্তাব রাখা হয়েছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দাবি মেটানোর আশ্বাস দিয়েছেন।।