এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ ডিসেম্বর : লোকসভার ভিতরে বসেই সিগারেটে সুখটান দিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ কীর্তি আজাদ । তার ই-সিগারেট পানের ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । যেখানে আজাদকে তার হাতে একটি জিনিস লুকিয়ে মুখের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে।
মালব্য এটিকে “অশালীন আচরণ” বলে অভিহিত করে বলেন,”এই ধরণের লোকদের জন্য নিয়ম ও আইনের কোনও অর্থ নেই।” তিনি সাংসদের আচরণের বিষয়ে তৃণমূল নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দাবি করেন ।
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর লোকসভার স্পিকার ওম বিড়লাকে জানালে এই ঘটনা প্রকাশ পায় যে, একজন তৃণমূল সাংসদ সংসদে ক্রমাগত ই-সিগারেট ধূমপান করছেন। ঠাকুর জিজ্ঞাসা করেন, “সংসদে কি ই-সিগারেট ধূমপান করা যাবে?” স্পিকার স্পষ্ট করে বলেন যে সংসদে ধূমপান নিষিদ্ধ এবং যদি এমন কোনও ঘটনা ঘটে তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, তৃণমূল সাংসদ সৌগত রায়ও সংসদ ভবনের বাইরে ই-সিগারেট ধূমপান করতে গিয়ে ধরা পড়েছিলেন । বিজেপি সাংসদ গিরিরাজ সিং তাকে মজা করে বলেছিলেন,”দাদা(সৌগত রায়), দেখিয়ে চুরি করেন ।”

