শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী : মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেশ-বিদেশে প্রসংশিত এবং বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্যগুলি নাকি সেই সমস্ত প্রকল্পগুলো নকল করছে বলে মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ । আজ বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে দলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় । কীর্তি আজাদ ছাড়াও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী,ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনারসহ ব্লকের নেতা ও কর্মীরা ।
সভায় কীর্তি আজাদ বলেন,’আজ থেকে ২৮ বছর আগে তৃণমূল কংগ্রেসেকে প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলার সংস্কৃতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড দেশ-বিদেশে প্রসংশিত। বিহার,মহারাষ্ট্র,উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের নকল করছেন তারা। পশ্চিমবঙ্গের সংস্কৃতি পরম্পরা আজ সাড়া দেশের সংস্কৃতি।’
সাধারণত তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মহাসমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কিন্তু এবছর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক জারি থাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের আনন্দ উৎসব বাতিল করা হয়েছে । এদিন ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান তৃণমূল সাংসদ । আয়োজন করা হয় রক্তদান শিবিরের । কয়েকশো মহিলা তৃণমূল কর্মীরা রক্তদান করতে এগিয়ে এলেও নিয়ম অনুসারে ১০০ জনের রক্ত সংগ্রহ করা হয় । পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ।।