এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ ডিসেম্বর : দিল্লিতে গিয়ে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদরা । ইতিপূর্বে ঘুঁষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । এবারে বিতর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যান ব্যানার্জি । তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে কল্যানকে একজন কৌতুক অভিনেতার ভূমিকায় দেখা গেছে । আজ মঙ্গলবার সংসদের বাইরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের আচরণ নকল করে বিজেপি বিরোধী দলের সাংসদদের হাসির খোরাক জোগান কল্যাণ । আর তার এই ‘ভাড়ামো’র ভিডিও নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গাঁধিকে ।
সাংসদের ব্যাঙ্গবিদ্রুপের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার তীব্র ভাষায় নিন্দা করেছেন উপরাষ্ট্রপতি । তিনি রাজ্যসভায় উপস্থিত বিরোধী সাংসদদের উদ্দেশে তিনি বলেছেন,’নীচে নামার একটা সীমা থাকে । একজন সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের নকল করছেন । অন্য এক বর্ষীয়ান সাংসদ সেই ভিডিয়ো রেকর্ড করছেন। এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য ।’
এদিকে তৃণমূল সাংসদের এহেন আচরণ ও রাহুল গাঁধিসহ বিরোধী দলের সাংসদদের মানসিকতা নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় । দৈনিক ন্যাশানাল নিউজ ডিজিটাল মিডিয়া ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছে, ‘নির্লজ্জতার পরাকাষ্ঠা ! ভাইস প্রেসিডেন্ট শ্রী জগদীপ ধনখরজিকে টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি গণতন্ত্রের মন্দিরে ঠাট্টা করছেন এবং রাহুল গান্ধী এটির একটি ভিডিও তৈরি করছেন। এটা যদি গণতন্ত্রের অপমান না হয় তাহলে কি?’
বিকাশ আহির লিখেছেন,’দেশ মনে রাখবে যখন একজন নির্লজ্জ এমপি উপরাষ্ট্রপতিকে অপমান করছিল তখন রাগা ভিডিও বানাচ্ছিল ।’
গড নামে এক ব্যবহারকারী লিখেছেন,’বিরোধী (I.N.D.I.A.) জোট একজন জাট ভাইস প্রেসিডেন্টকে উপহাস করছে। এর আগে তারা উপহাস করেছে রাষ্ট্রপতিকে, যিনি একজন উপজাতি সম্প্রদায়ের । পুরো দেশের এই মহাথুগবন্ধনের আসল চেহারা দেখা উচিত, যারা ক্ষমতার জন্য যেকোন স্তরে নেমে যেতে পারে।’
অনিল তিওয়ারি লিখেছেন,’টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ-সভাপতি জগদীপ ধনকার নকল করেছেন যখন রাহুল গান্ধী এটি রেকর্ড করেছেন। এ ব্যাপারে আপনার চিন্তা – ভাবনা কি?’